একইসাথে স্টেজ পারফরম্যান্স করলেন পাবনদীপ আর শ্রেয়া ঘোষাল! দূর্দন্ত গানের ভিডিও মুহূর্তে ভাইরাল

এবার মেলোডি গানের বাদশা ও বলিউডের জনপ্রিয় গায়িকা একই মঞ্চে। দুজনেই একই মঞ্চে শেয়ার করে মাতিয়ে দিলেন যেটি দর্শকের কাছে খুবই জনপ্রিয় হয়েছে। যদিও আমরা জানি পবনদীপ রাজনের সাথে ইন্ডিয়ান আইডলেরই আরো একজন প্রতিযোগী অরুনিতার প্রেমপর্বের কথা। প্রতিযোগীতা চলাকালীনই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল, তবে এবার ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পরেও আমরা দেখেছি তাদের দুজনের একটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। যে অ্যালবামটি করেছেন হিমেশ রেশমিয়া স্বয়ং।
গত মঙ্গলবার সেই গানের ভিডিওটি রিলিজ করেছে। যদিও বলার অপেক্ষা রাখে না গানগুলি ইতিমধ্যেই সবার কাছেই খুব পছন্দের হয়েছে। এমনকি হিমেশ কা দিল সে অ্যালবামে ও সাইয়োনি গানটি যেভাবে গেয়েছেন অরুনিতা পবনদীপ, তাদের একে অপরের প্রতি প্রেম সুলভ চাহুনি দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে।
তাদের সম্পর্ক নিয়ে নানান সময় নানান গুঞ্জন শোনা যায়, তবে দর্শকদের অনুরোধ যাতে তিনি বলিউডের শ্রেষ্ঠ গায়িকা শ্রেয়া ঘোষালের সাথে গান করেন। তেমনই একটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে শ্রেয়া ঘোষালের সাথে একই মঞ্চে শেয়ার করছেন পবনদীপ।
যদিও ভিডিওটি প্রায় মাসখানেক আগেকার, ভিউয়ার্সের সংখ্যা ৬৪৫ হাজারেরও বেশি, সেই ভিডিওটি পছন্দ করেছেন লাইক করেছেন ৫ হাজারেরও বেশি মানুষ। দর্শকরা মনে করেন শ্রেয়া ঘোষালের সাথে পবন দ্বীপের যুগলবন্দী অনবদ্য, একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছিল এই ভিডিওটই এবং শেয়ার করার সাথে সাথে ভিডিওটি এতটাই সাড়া পাওয়া গেছিল সাধারণ মানুষের থেকে যা এক উপরি পাওনা।