উত্তম কুমারের নাত বউয়ের কালো বিকিনিতে উত্তাল নেট পাড়া, কেউ বলছে একদম জংলি বিল্লি লাগছে

অভিনেত্রী দেবলীনা কুমার, নিজের অভিনয় দক্ষতা দ্বারা সকলের মনে জায়গা করে নিয়েছেন বহুদিন ধরে। তবে চলতি বছরে গৌরব চট্টোপাধ্যায়কে বিবাহ করার পর তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে যায়। নেট দুনিয়াতে উত্তম কুমারের নাতি বউকে দেখার জন্য উপচে পরে মানুষের ভিড়। বর্তমানে তাকে ডান্স বাংলা ডান্সের শিক্ষকের ভূমিকা দেখতে পাওয়া যায়। সেখানে তার নাচ এবং তার ব্যবহার দেখে সকলেই মুগ্ধ হয়ে গেছেন।
সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে একটিভ থাকেন দেবলিনা। মাঝে মাঝেই স্বামীর সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। আবার কখনো একাকী ছবিও পোস্ট করতে দেখা যায় তাকে। গতকাল রাত থেকে বুধবার নিজের একটি বিকিনি পরা ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, জীবন হয়তো সকলের পারফেক্ট হয় না। কিন্তু আপনি আপনার ছবিকে পারফেক্ট করতে পারেন।
বেশ কিছুদিন আগে স্বামীর সঙ্গে হানিমুন কাটাতে গিয়েছিলেন তিনি। সেখানে বিকিনি পরিহিত ছবি দেখে তাকে কটাক্ষ করতে শুরু করেন জনসাধারণ। এর আগেও বহু অভিনেত্রীকে বিকিনি পড়ে দেখতে পেয়েছি আমরা কিন্তু যেহেতু তিনি উত্তম কুমারের নাতবৌ, তাই তার বিকিনি পরিহিত ছবি পোস্ট করার কোন অধিকার নেই, যেনো তেমনটাই বলতে চায় জনসাধারণ।
কিন্তু এই কটাক্ষকে কখনোই গায়ে মাখতে চান না অভিনেত্রী। যতই তাকে উপহাস করা হোক, তিনি যে নিজের লাইফ-স্টাইল এতোটুকু বদলাবেন না, সেটা বারবার স্পষ্ট করে দিয়েছেন তিনি। সমালোচকদের কিভাবে হ্যান্ডেল করতে হয় তা খুব ভালোভাবেই জানেন দেবলিনা। তাই এবার তাকে নিয়ে প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছে নেটিজেনরা।
তার পোস্ট করা ছবিতে একজন নেটিজেন লিখেছেন, কি অসাধারণ দেখতে লাগছে তাকে। যেন চাবুক ফিগার। পাশাপাশি অন্যরাও দেবলিনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এই ভাবেই দেবলিনা প্রমাণ করে দিলেন, স্টাইল তাকেই বলে, যে পোশাক পরে তুমি স্বচ্ছন্দ বোধ করো। তুমি যদি সঠিক হও তাহলে একদিন না একদিন তা প্রমাণিত হবেই।