আজব কান্ড , বাড়ির ছাদে উঠে পরে গরু ! ভয়ে লাফ দিয়ে নামতে যা হলো দেখলে আপনি চমকে যাবেন

বাড়ির ছাদ থেকে গরুর ঝাঁপ। শুনতে অবাক লাগলেও এটাই ঘটেছে।সোশাল মিডিয়ায় ভিডিও টি আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি গরু বাড়ির ছাদে আটক।তাকে নামানোর জন্য আশে পাশের স্থানীয় রা আসে ।এমনকি বাড়ির মালিক ও লাঠি দিয়ে তাড়া করে নামাবার চেষ্টা করে।
আবার কেউ কেউ লাঠি করে বাড়ির ছাদেও উঠে যায়।কিন্তু কোনো ভাবেই নামানো সম্ভব হয় না। অতঃপর দেখা যায় এক মর্মান্তিক ঘটনা , গরুটি বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেয়।এর ফলে গরু টি মুখ তুবড়ে পড়ে যায়।যদিও বড় সড় আঘাত কিছু লাগেনি। গরুটিও সুস্থ আছে।
তবে গরুটি আকারে বড়ই ছিল। কিন্তু গরুটি বেঁচে যাবার কারন হল বাড়িটির উচ্চতা কম ছিল । তাই ওপর থেকে ঝাঁপ দেওয়া সত্ত্বেও গরুটি র কিছু হয়নি।অনেকেই তাকে এমন ঝাঁপ দিতে দেখে আঁতকে ওঠেন।এমন দৃশ্য এর আগে দেখা যায়নি কখনো।
তবে সুস্থ আছে সে এটাই স্বস্তির খবর। অনেকে আবার বলেছেন সে মনের দুঃখেই ঝাঁপ দিয়েছে। এমন ভিডিও সোশাল মিডিয়ায় বিরল। এই সোশাল মিডিয়ার দরুন আমরা এমন অজানা খবরের সন্ধান পাচ্ছি।এমন ঘটনার সাক্ষী থাকতে পারছি।
একদিকে যেমন অনেক শিক্ষামূলক ভিডিও পাই আবার কখনো এমন ধরনের ভিডিও পেয়ে থাকি। এই ভিডিও টি দুঃখের হলেও কিছুটা হাসির উদ্রেগ জাগিয়েছে।অনেকেই কমেন্টসে হাসির রিঅ্যাক্ট দিয়েছেন।
এখন এই মিডিয়া মাধ্যমটি আমাদের অবসরের এক মাত্র সম্বল হয়ে দাড়িয়েছে। আমাদের কাজের অবসরে যে টুকু সময় পাই আমরা এতেই অতিবাহিত করি।প্রতিটা মুহুর্তে আমরা এতে মুখ গুঁজে পড়ে থাকি।
এতে হয়ত অনেক কিছু আমরা শিখতে জানতে পারি , কিন্তু এই সোশাল মিডিয়ার ফলে মানুষে মানুষে কথাবার্তা কমে গেছে।সবটাই ডিজিটাশল হয়ে গেছে সে যাই হোক্ সব কিছুরই খারাপ আর ভালো দিক থাকে।কোনটা নেবো সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। তবে এক মুহুর্তে সারা পৃথিবীর সাথে জুড়তে পাড়ার এক মাত্র মাধ্যম এখন এই সোশাল মিডিয়া।