আজব এক ড্রেস পরে রাস্তায় বেরিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার 47 এর মালাইকা, ভিডিও ভাইরাল

বিখ্যাত অভিনেত্রী মালাইকা আরোরা চর্চায় থাকার কোনো সুযোগ ছাড়েন না। তা সে নিজের পোশাকের জন্য হোক, ছবির জন্য হোক বা অর্জুন কাপুরের সাথে সম্পর্কের জন্য হোক। এহেন মালাইকা আরোরার নাম আবার চর্চায় উঠে এসেছে। আপনাদের জানিয়ে রাখি মালাইকা আরোরা বর্তমানে সোনি টিভির ডান্সিং রিয়েলেটি শো “ইন্ডিয়াস বেস্ট ডান্সার” এ বিচারকের পদ সামলাচ্ছেন।
সোশ্যাল মিডিয়ার যুগে নেট-নাগরিকেরা তারকাদের পোশাক থেকে শুরু করে চলন সব কিছু নিয়েই ট্রোল করে থাকে। এমনই ট্রোলের শিকার হতে হচ্ছে মালাইকাকে। সম্প্রতি মালাইকা-র একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে একটি শিমারি আউটফিটে দেখা যাচ্ছে।
ভিডিওটি সেলিব্রিটি ফটোগ্রাফার বিরাল ভায়ানি নিজের ইন্সটাগ্রামে আপলোড করেছেন। ভিডিওটিতে তাকে সুন্দর লাগলেও তার চলন নিয়ে মন্তব্য করা হচ্ছে। মালাইকার এই ভিডিওতে 36 হাজার লাইক পড়েছে। কিন্তু অনেক ইউজারই তার এই ভাবে হাঁটা নিয়ে প্রশ্ন করেছেন। 48 বছরের মালাইকা নিজেকে সবসময় ফ্যাশন আইকন রূপেই দেখতে চান।
তিনি এই ইন্টারভিউতে বলেছিলেন ফিটনেস ডিভা, ফ্যাশন ডিভা বা ডান্স ডিভা যা-ই বলুক লোকে কিন্তু তিনি “ডিভা” হিসেবেই চর্চায় থাকতে চান। জানিয়ে রাখি দীর্ঘদিন ধরে মালাইকা আরোরা অর্জুন কাপুরের সাথে সম্পর্কে আছেন। তাদের এই নিয়ে বহুবার ট্রোল করা হলেও এতে কোনো যায় আসে না মালাইকার। যদিও এই নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাদের।