অবিশ্বাস্য হলেও সত্য , মাথার ওপর দিয়ে ট্র্যাক্টর চলে যাওয়ার পরও প্রাণে বেঁচে গেলেন বাইক আরোহী! ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

আবারো একটি মিরাকেল ঘটনার সাক্ষী থাকলাম আমরা অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্ক প্রেমীরা। যা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না, সে জন্য ভিডিওটি দেখে হয়তো অনেকে বিশ্বাস করবেন।
এমন ঘটনাও যে কিভাবে ঘটতে পারে তার ব্যাখ্যা কেউ দিয়ে উঠতে পারছেন না, ঘটনাটি ঘটে আহমেদাবাদ শহরে। বৃষ্টির জলে রাস্তায় অল্পবিস্তর জল জমে থাকতে দেখা গেছে । ভিডিওটিতে একটি রোডের ছবি ক্যামেরাবন্দি হয়েছে, যেখানে দেখা গেছে একটি বাইক আরোহী তার বউ বাচ্চা সমেত যাচ্ছিলেন, এমন সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটির চাকার কাছে হঠাৎ ই বাইকটি উল্টে যায় এবং বাইক আরোহীর মাথার ওপর দিয়ে ট্রাকটির চাকা চলে যায়।
অল্পের জন্য রক্ষা পায় শিশুটিও, শিশুটির মা কোন প্রকারে শিশুটিকে টেনে নেন নিজের কাছে, না হলে শিশুটির মাথার উপর দিয়েও ট্রাকের চাকা চলে যেতে পারত, তবে প্রাণে বাঁচলেও জোড়ালো আঘাতপ্রাপ্ত হয়েছে বাইক আরোহী টি এবং বাচ্চাটিও। যথেষ্ট যানজট পূর্ণ ছিল রাস্তাটি, যেমনটি ভিডিও ফুটেজে ধরা পরেছে। বাইক আরোহীর পিছনেও অনেক গাড়ি ছিল, তারাও এই ঘটনায় হতভম্ব হয়ে যায়।
তবে এ ঘটনায় সচরাচর সবাই প্রাণ হারায় কিন্তু এক্ষেত্রে এক অলৌকিক ঘটনাই ঘটে গেছে বলা যেতে পারে, যা আগে কখনো ঘটেনি, কেউ ভাবতে পারেনি। এহেন এক্সিডেন্ট প্রায়শই নিত্যনৈমিত্তিক জীবনে ঘটতে দেখি আমরা । তাই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসামাত্রই ভাইরাল হতে সময় নেয় নি, মানুষ যথেষ্ট আগ্রহের সহিত এই অলৌকিক বা মিরাক্কেল ভিডিওটি দেখেছেন।
પાણીમાં ગમે ત્યાં વાહન ચલાવતા પહેલા ચેતી જજો
દરેક વખતે આમની જેમ નસીબ તમારો સાથ નહી આપે
દાહોદમાં બાઈક પર જઈ રહેલા પરિવારનો અદભૂત બચાવ #Gujarat #GujaratRains #accident #CCTV #Video @CollectorDahod #Dahod #હવે_બદલાશે_ગુજરાત pic.twitter.com/gakMZxkpMX
— Sanjay ᗪєsai (ᴢᴇᴇ ɴᴇᴡs) (@rabari26) September 15, 2021