অবাক কান্ড, প্রকাশ্য দিবালোকে রাস্তার মাঝে বিড়ালকে চড় মারতে এলে বাঁদরের যা অবস্থা হলো সেই ভিডিও ভাইরাল

স্মার্টফোন আমাদের জীবনের এক অপরিহার্য অঙ্গ, তাকে ছাড়া এক মুহূর্ত চলা যায় না। মানুষ এখন খেতে, ঘুমোতে , পড়তে যতটা না সময় ব্যয় করে তার থেকে বেশি সময় ব্যয় করে স্মার্টফোনে। বর্তমানে সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরাও আরো বেশি করে স্মার্টফোনে নিজের মনোনিবেশ করেছে। আর আজকাল বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইডে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও সবারই মনোরঞ্জন করছে।

এই সোশ্যাল নেটওয়ার্ক সাইট গুলি মানুষের মনোরঞ্জনের বড় ক্ষেত্র হয়ে উঠেছে, তেমনই একটি মজার ভিডিও প্রকাশ্যে এসেছে যাতে দেখা যাচ্ছে একটি রাস্তার ধারে একটি বাঁদর আপন মনে নিজের পেটের খিদে মেটাচ্ছে , অপরদিকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বিড়ালটিকে লেজ নেড়ে তার রাগের বহিঃপ্রকাশ করছে। হঠাৎই তা লক্ষ্য করে বাঁদরটি বিড়ালের কাছে এগিয়ে যাওয়ায়, বিড়ালটি সজোরে এক চড় কষিয়ে দেয় বাঁদরটির গালে। দেখা যায় তারপরই বাঁদরটি লাফ মেরে বাড়ির পাঁচিলে উঠে গিয়ে বসে, আর বিড়ালটি লেজ নাড়তে থাকে ও গর্জন করতে থাকে।

এই ভিডিওটি সবারই খুব পছন্দ হয়েছে, এহেন মজার ভিডিওটি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। সবাই মজার ভিডিওটির আনন্দ উপভোগ করেছেন, তাই এখন খুদেরাও স্মার্টফোনে আগ্রহ প্রকাশ করেছেন, কারণ তারাও এ সময় স্মার্টফোনের ব্যবহার আরো বেশি করে শিখে গেছে কারণ এই সময়ে সমস্তটাই অনলাইননির্ভর পড়াশোনা, যার ফলশ্রুতি হিসেবে বাবা-মার স্মার্টফোনগুলো ব্যবহার করতে তাদের আর কোন রকম অসুবিধাই হয় না। তাই বলা যেতে পারে এখন সোশ্যাল নেটওয়ার্ক প্রেমির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button