অবাক কান্ড, গরুর বাটে মুখ লাগিয়ে দুধ পান করছে ছোট্ট শিশুটি ! ভিডিও দেখলে আপনিও চমকে যাবেন

মায়ের ভালোবাসা এবং মায়ের বিকল্প যে একজন মা-ই আবারো প্রমাণ করলো এই ভিডিওটি। মায়ের হয় না কোন জাত, মাতৃত্বের জন্য আলাদা হয় না কোন প্রাণীও। যেমন এই ভিডিওটিতে ঘটল তা দেখে হতবাক হয়ে গেছে সবাই।
দেখা যাচ্ছে একটি দুগ্ধপোষ্য শিশুকে সরাসরি গরুর দুধের বাট থেকে দুধ পান করানো হচ্ছে। তবে ভিডিওটি দেখে যা বোঝা যাচ্ছে কোন ধর্মীয় গোঁড়ামি থেকেই তার পরিবারের লোকজন এই কাজটি করেছেন, কিন্তু কখনোই এই বয়সের শিশুদের এরকম বিপদের মুখে ঠেলে দেওয়া উচিত নয়।
এই বয়সে বাচ্ছাকে কোনভাবেই গরুর দুধ এভাবে সরাসরি পান করানো উচিত নয়। যেকোনো কিছু বিপত্তি ঘটতে পারে, শিশুটিকে নিয়ে অবশ্যই কোন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, কিন্তু এই সমস্ত কিছুকে তোয়াক্কা না করেই তার পরিবারের লোকজন এই কাজ করে চলেছেন,যার ফলে অনেকেই অনেক মন্তব্যও প্রকাশ করেছেন।
এখানে কেউ কেউ এই ভিডিওটি মেনে নিতে পারেননি, আবার কেউ কেউ খুব সহজেই মেনে নিয়েছেন, কারণ বাঙালিরা গোমাতাকে পুজো করে, দেবতা হিসেবে মানে। তাই এই কাজকে কখনওই তাঁরা অসামাজিক কাজ বলতে পারেন না বা মনে করেন না এতে বাচ্চার কোন ক্ষতি হতে পারে।
তবে এটা মানতেই হবে মাতৃত্বের কোন ধর্ম জাতি ভেদ হয়না। এমনকি শুধুমাত্র গর্ভধারণ করলেই, জন্ম দিলেই মা হওয়া যায় না, জন্ম না দিয়েও মা হওয়া যায়, তার অনেক উদাহরন আমাদের পুরাণ শাস্ত্রে আছে, তা আমরা জানি। তবে এই ভিডিওটি আরও একবার মানুষের মনে মাতৃত্বকে নাড়া দিয়ে যায় একথা মানতেই হবে।