সাদা পাঞ্জাবিতে পবন দীপ সঙ্গে অরুনিতা, খোলা আকাশের নিচে সবুজের মাঝে খালি গলায় রেওয়াজ! ভিডিও উপভোগ করলেন আম জনতা

আবারো চর্চার শিরোনামে সেই পবন-অরুনিতা জুটি, এই জুটিই ইন্ডিয়ান আইডল টুয়েলভ এর টিআরপি কে বাড়িয়েছিল। তাদের নিয়ে প্রেমের গুঞ্জন প্রায়ই শোনা গিয়েছিল, এখনো সেই চর্চা সমান প্রযোজ্য। তবে দু’জনের কেউই তা স্বীকার করেন না, তাঁরা দুজনেই একে অপরের ভালো বন্ধু বলে দাবি করেন।

তবে ইন্ডিয়ান আইডল শেষ হয়ে গেলেও তাদের কেমিস্ট্রি একফোঁটা কমেনি, বরং সময়ের সাথে সাথে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই দুজনেই কয়েকটি অ্যালবামেও কাজ সেরে ফেলেছেন, সেই সমস্ত ভিডিও গুলো জনপ্রিয়তা লাভ করে , কারণ ইন্ডিয়ান আইডলে থাকাকালীনই তাদের একে অপরের যুগলবন্দী দর্শকদের যথেষ্টই মনোগ্রাহী হয়ে উঠেছিল।

ইন্ডিয়ন আইডলএর ফাইনালে দীর্ঘ বারো ঘন্টা লড়াইয়ের পর জয়ী হয়েছিলেন পবনদীপ, সেরার সেরা মুকুট উঠেছিল মাথায়, অপরদিকে অরুনিতা কাঞ্জিলাল দ্বিতীয় ফাইনালিস্ট হিসাবে ঘোষিত হয়েছিল। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে পবন অরুনিতা জুটি একত্রে গান গাইতে দেখা যাচ্ছে, খালি গলায় অসাধারন সুরে গাইলেন দুজনেই। ভিডিওটি ইতিমধ্যেই তাদের ফ্যান পেজ থেকে প্রকাশিত হয়েছে।

খুবই সাধারণ পোশাকে (সালোয়ার কামিজ) দেখা যাচ্ছে অরুনিতাকে এবং অপরদিকে পবন দ্বীপের পরনে সাদা পাজামা-পাঞ্জাবি, দুজনকেই অসম্ভব সুন্দর লাগছে এবং তার সাথে তাদের দু’জনের যুগলবন্দী অপূর্ব সুন্দর। যা পবন-অরুনিতা ফ্যান ইনস্টাগ্রাম ফ্যান পেজ থেকে প্রকাশিত হয়েছে। প্রকাশিত হওয়ার সাথে সাথেই এটি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে, দুজনের ফ্যান ফলোইং এর সংখা নেহাতই কম নয়, যা বলার অপেক্ষা রাখে না। তবে এদের দুজনের কেমিস্ট্রিও খুব সুন্দর, তবে তাদের মধ্যে আদৌ কোনো ভালোবাসার সম্পর্ক আছে কিনা তা জানা যাবে সময়ের সাথে সাথেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button