সন্তানকে কোলে নিয়ে যে ভাবে “Super Mom” সঠিক সময়ে খাবার ডেলিভারি দিচ্ছে জানলে অবাক হবেন

একজন নারী যে কতটা শক্তিশালী হতে পারে তা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নারী একই জীবনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। বাড়িতে এবং বাইরে উভয় জায়গাতেই তারা পরিচালনা করেন। বেশিরভাগ পুরুষেরাই বাইরের কাজই করে। আর বেশিরভাগ নারীরা বাড়িতে সংসার এবং সন্তান সামলান। কিন্তু আজ আমরা আপনাকে এমন একজন নারীর কথা বলতে চলেছি যিনি নিজের কাঁধে অনেক দায়িত্বের বোঝা নিয়ে চলেছেন অথচ তার এতে কোন অভিযোগ নেই।

তিনি তার সমস্ত কাজ আন্তরিকভাবে এবং উৎসাহের সাথে করেন। এই মহিলাটি জমেটোতে ডেলিভারির কাজ করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছেন। তার ভাইরাল হওয়ার কারণ হলো তিনি ডেলিভারি করেন তার ছোট্ট শিশুকে নিয়ে। তিনি শিশুটিকে কোলে নিয়ে সমস্ত কাজ করেন। ফুড ব্লগার সৌরভ পাঞ্জওয়ানি তার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সৌরভ জোমাটো থেকে খাবার অর্ডার দিয়েছিলেন ডেলিভারি আসার পরে তিনি এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান।

তিনি দেখেন এই মহিলার কোলে তার একটি কন্যা সন্তান রয়েছে এবং তার সাথে তার পুত্র সন্তান ও রয়েছে। তার বাড়িতে তার সন্তানদের যত্ন নেওয়ার মতো কেউ নেই তাই তাকে তাদেরকে নিয়েই কাজ করতে হয়। এই মহিলার ভিডিও শেয়ার করে সৌরভ ক্যাপশনে লিখেছেন, “আমি এটা দেখে খুব অনুপ্রাণিত হয়েছি। এই Zomato ডেলিভারি পার্টনার রোজ রোদে দুই বাচ্চার সাথে তার কাজ শেষ করে। আমাদের শিখতে হবে যে মানুষ চাইলে কিছুই অসম্ভব নয়।

“সৌরভের এই ভিডিও ভাইরাল হওয়ার পর Zomato নিজেও এ নিয়ে মন্তব্য করেছে। তিনি ওই মহিলার খোঁজ খবর নেন। Zomato মন্তব্য করেছে “অনুগ্রহ করে ব্যক্তিগত বার্তায় অর্ডারের বিবরণ শেয়ার করুন। আমরা আমাদের ডেলিভারি পার্টনারের সাথে যোগাযোগ করতে চাই। তাদেরও সাহায্য করতে চাই।” অন্যদিকে, সোশ্যাল মিডিয়ার লোকেরাও কাজ এবং শিশুদের প্রতি মহিলাদের উত্সর্গ দেখে খুব অনুপ্রাণিত হয়েছিল। মহিলার এই আত্মাকে সবাই সালাম জানাতে লাগল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button