ভুবন বাদ্য করকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার জন্য কাঁচা বাদামের রিমিক্স বানান আফ্রিকার এই সঙ্গীত পরিচালক, ভিডিও নিমিষে ভাইরাল

এবার কাঁচা বাদামের ফিউশন এবার সোশ্যাল মিডিয়াতে,এক কথায় হইচই পড়ে গেছে কাঁচা বাদাম. নিয়ে,। এখন কাঁচা বাদাম পৌঁছে গেছে খোদ দক্ষিণ আফ্রিকায়, যা আমাদের কল্পনাতীত, কিন্তু সমস্তটাই এই সোশ্যাল মিডিয়ার কেরামতি।আবারো এখন ভুবন বাদ্যকর ভাইরাল হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়, সেখানকার সঙ্গীত পরিচালক তাঁর গানের রিমিক্স বানিয়েছে। দক্ষিণ আফ্রিকার এই সঙ্গীত পরিচালকের নাম হল ডেভিড স্কট, ওরফে দা কিফনেস।

কাঁচা বাদামের ফিউশন বানিয়ে তিনিও যথেষ্ট ভাইরাল হয়েছেন এবং সেই ফিউশন মানুষের যথেষ্ট পছন্দও হয়েছে। অপরদিকে ডেভিড স্কট বলেন ভুবন বাদ্যকরের এই গানকে রিমিক্স বানাতে পেরে তিনি নিজেকেও বেশ গর্বিত মনে করছেন।এবার তিনি ভুবন বাদ্যকরকে বিশ্বের মঞ্চেও দেখতে চান। তিনি ভুবনকে সঙ্গে নিয়ে অফিশিয়ালি এই রিমিক্স গানটি রিলিজ করতে চান। এমনকি এই গান থেকে যা উপার্জন হবে তার ভাগও তিনি ভুবনকে দিতে চান। তিনি আরো বলেন একজন সাধারন গ্রামবাংলার বাদাম বিক্রেতা অভাবেও তাঁর নিজের শিল্পীসত্তাকে যে বাঁচিয়ে রেখেছেন, এটাই অনেক বড় ব্যাপার।

বাদাম বিক্রি করতে করতে নিজের মনেই বানিয়ে ফেললেন “আমার কাছে নাই বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম”।এই গান এখন সারা পৃথিবীময় হিন্দোলিত করছে মানুষকে। কথা যাই হোক গানের সুরই আসল, সুরের কোন ভাষা হয় না। তবে এত জনপ্রিয়তা শীর্ষে উঠলেও ভুবনের কথায় আমরা জানতে পারি, তিনি ভাইরাল হলেও তার জন্য তিনি বাড়তি কোনো সুবিধা পাননি কখন, তার কথাতেই শোনা যায় আক্ষেপের সুর।

এমনকি তিনি বলেন তাকে ব্যবহার করেছেন অনেকেই এবং তার জন্য তিনি যথেষ্ট অসুবিধাতেও পড়েছেন, কারণ লোকের কাছে বাদাম বিক্রি করার আগে তারা তাঁর কাছ থেকে আগে গান শুনতে চাই তো, যে কারণে তাঁর বাদাম বিক্রি বন্ধ হতে বসেছিল। কিন্তু এবারে আমরা সকলে চাই তিনি যেন আর এমন কোনো বিপদের সম্মুখীন না হন। আমরা যেন তার পাশে দাঁড়াতে পারি, পেটের তাগিদে তিনি যে বাদাম বিক্রি করেন তাঁকে যেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button