সংসারের মঙ্গল কামনায় ঘরের ভিতরে এই জিনিসগুলো কখনই এমন ভাবে রাখবেন না! রইল বিস্তারিত

সবাই ভাল জীবনযাপন করার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে চায়। যে সমস্ত স্বপ্নগুলি শৈশবে পূরণ করতে পারেননি,সেগুলো নিজেরাই পূরণ করতে চান। অনেকেই এর জন্য কঠোর পরিশ্রম করেন, কিন্তু তা সত্ত্বেও, সফল হতে পারছেন না। ফলে হতাশ হয়ে পড়েন। সকলেই চায়।

ঘরে সবসময় শস্য ভরা থাকুক এবং কোনও অভাব না থাকুক। এর জন্য আপনারা কঠোর পরিশ্রমও করছেন কিন্তু তারপরেক আপনার হাত খালি থাকে তবেও আপনাকে চিন্তা করতে হবে। তেমনই আপনাদের কিছু টোটকা সম্পর্কে জানাবো। যেগুলি পালন করলে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে।

অনেক সময় বাড়ীতে রাখা ছোট ছোট জিনিসগুলি আপনাদের ভাগ্যকে উত্থাপন করতে সাহায্য করে, তেমনি এমনও কিছু জিনিস আছে যা বাড়িতে থাকলে আপনাদের ক্ষতি হতে পারে।করতে সময় নেয় না। আপনাদের এমন কয়েকটি জিনিসের কথা বলবো যেগুলো ভুলেও মাটিতে রাখবেন না। যদি ভুলেও এমন করেন তাহলে আপনার হাত থেকে সমস্ত ধন চলে যাবে।

আসুন তাহলে জেনে নেওয়া যাক, কোন কোন জিনিসগুলি মাটিতে রাখা উচিত নয়।

প্রদীপের বাতি:-প্রত্যেক বাড়িতেই পুজোর প্রদীপের বাতি জ্বালানো হয়। কিন্তু আপনারা কেউই জানেন না বাতিটি যদি মাটিতে রাখেন তবে বাড়ী থেকে প্রচুর অর্থের অভাব হবে এবং মা লক্ষী আপনার ওপর ক্রুদ্ধ হবে। তাই ভুল করেও মাটিতে প্রদীপ রাখবেন না।

শিবলি-ঙ্গ:- অনেক সময় ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় মাটিতে শিবলিঙ্গটি রেখে দেন। কিন্তু এটা করা একদমই ঠিক নয়। কারণ মাটিতে শিবলিঙ্গ রাখলে ঘরে অশান্তির সৃষ্টি হয়। তাই যদি শিবলিঙ্গ পরিষ্কার করতে চান তাহলে শিবলিঙ্গটি উঁচু স্থানে রাখবেন। শিবলিঙ্গকে শিবের মূর্তি বলে মানা হয়, তাই যদি আপনারা শিবলিঙ্গটি মাটিতে রাখেন তাহলে শিব অপমানিত হন।

শঙ্খ:- হিন্দুধর্মের মধ্যে শঙ্খ খুবই গুরুত্বপূর্ণ। শঙ্খ প্রতিটি মন্দির বা বাড়িতে থাকে, কিন্তু আপনারা অনেকেই আছেন যারা না জেনে শঙ্খ নীচে রেখে দেন। এমনটা করলে ঘরে দারিদ্রতা আসে এবং পরিবারের লোকেদের অসুস্থ হওয়ার সম্ভবনা থাকে। তাই ভুল করেও শঙ্খ মাটিতে রাখবেন না।

খাবারের থালা:-অনেক মানুষ মাটিতে বসে খেতে পছন্দ করেন। এটা খুব ভাল, কিন্তু যখনই খেতে বসবেন খাবারের প্লেটের নীচে কিছু পেতে নেবেন। এমন করলে আপনার বাড়িতে কখনো কোনো সমস্যার সৃষ্টি হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button