রোজ সকাল বেলা উঠে এই মন্ত্রটি তিনবার জপ করুন, জীবনে অনেক বড় সাফল্য আসবে, হবেন রাতারাতি কোটিপতি।

প্রাচীন কাল থেকেই মন্ত্র তন্ত্রের চর্চা শুরু হয়। প্রাচীন কালে মানুষ তুকতাক মন্ত্র তন্ত্রের উপর নির্ভর করত। বর্তমানে বিজ্ঞান মনষ্মকতার যুগে মানুষ সমস্ত বিষয় কে যুক্তি তর্কের মাধ্যমে সমাধান করে। তবুও আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই সেই সমস্ত বিষয়বস্তু কে আমরা ভগবানের মাহাত্ম্য হিসেবে মনে করি। আর ভগবান তুষ্ট হন মন্ত্রে। প্রাচীন কাল থেকে মন্ত্র তন্ত্রের উপর মানুষের অগাধ বিশ্বাস রয়েছে। হিন্দু ধর্মের আদি মন্ত্রে অসাধারণ গুণ রয়েছে। শুধুমাত্র কানে শুনলে ম্যাজিকের মত কাজ হয়। জীবনে অগাধ পরিবর্তন হয়।
সকাল বেলায় ঘুম থেকে উঠে এই বিশেষ মন্ত্র জপ করুন আপনার জীবনে নতুন দিন শুরু হবে। সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে এই বিশেষ মন্ত্র পাঠ করা উচিৎ। সকালে এই মন্ত্র উচ্চারণ করলে আপনার মন থেকে সমস্ত নেগেটিভ চিন্তাধারা দূরীভূত হবে। জীবনের সব সম্ভাবনাময় দিক খুলে যাবে।মন হয়ে উঠবে উদার। আপনার ইচ্ছা শক্তি বেড়ে যাবে।
শুধুমাত্র মন্ত্র পাঠ নয় এর সঙ্গে করতে হবে ধ্যান। এর ফলে আপনার এনার্জি বাড়বে। দূর হবে সমস্ত ক্লান্তি। শাস্ত্র মতে মন্ত্র প্রাত্যহিক জীবনে আশীর্বাদ হয়ে আসে। মন হয় শান্ত। মন্ত্রটি ক্ষুদ্র হলেও এর বিশেষ মাহাত্ম রয়েছে। এই বিশেষ মন্ত্রটি নিম্নে উল্লেখিত করা হল । মন্ত্রটি হল- “ওঁ “..
মন্ত্র পাঠের নিয়মঃ প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি ১০৮ বার জপ করুন আপনি কাঙ্খিত ফল খুব তাড়াতাড়ি পাবেন। আপনার জীবন সাফল্যতায় ভরে যাবে। আপনার যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। আপনি হয়ে উঠবেন প্রভাবশালী।
এই মন্ত্র আধ্যাত্মিক এবং মনস্তাত্বিক দুই দিক থেকেই সমান কার্যকারী। যেহেতু এই মন্ত্রর সঙ্গে সূর্যের যোগ সম্পর্ক রয়েছে তাই এক্ষেত্রে সূর্যের নজর পরে আপনার উপর। আর রোজ সকালে উঠলে বিভিন্ন পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির সংস্পর্শেও নিজেকে আরও প্রাণবন্ত করে নেওয়া যায়।
তাই যেকোনো কাজে মন বসে এবং সারাদিনটা’ও বেশ ভালো যায়। এইকাজ জীবনে নিয়মিত করতে পারলে সাফল্য অবশ্যই আসবে। নিজেও পরখ করে দেখতে পারেন পৃথিবীর সমস্ত সাফল্যবান ব্যক্তিই সকাল বেলা তাড়াতাড়িই ঘুম থেকে ওঠেন। এক্ষেত্রে আপনিও অভ্যেস করুন।