মেয়েরা মিলনের আগে পুরুষ সঙ্গীকে লুকিয়ে কিছু কাজ করে থাকে। যেগুলি কোনোদিন স্বীকার করে না , জানলে অবাক হবেন।

মিলনের মতো স্বতঃস্ফূর্ত একটি প্রক্রিয়ার আগে অধিকাংশ মহিলাই বেশ কয়েকটি কাজ করে থাকেন, অথচ প্রকাশ্যে স্বীকার করেন না।এর মধ্যে কতগুলি কাজ রয়েছে, সেগুলি তাঁরা অভ্যাসবশত করেন। আবার কতগুলি কাজ তাঁরা স্বাস্থ্য রক্ষার্থে করে থাকেন। কী সেই কাজগুলি, আজ জেনে নিন এই প্রতিবেদনে।

ব্রাও পেন্টি : মহিলাদের মধ্যে অনেকেই স্বীকার করেছেন যে, মিলনের পরিকল্পনা থাকলে তাঁরা পুরুষসঙ্গীকে উত্তেজিত করতে ব্রা বা পেন্টি খানিক দেখানোর চেষ্টা করেন। সরাসরি মুখে না বললেও ব্রা বা পেন্টি দেখিয়ে পুরুষসঙ্গীকে নিজেদের দিকে টেনে আনার চেষ্টায় কোনও কসুর করেন না।মহিলারা আরও বলছেন, ‘স্পেশ্যাল দিনে চেষ্টা করি সেই সব ব্রা বা পেন্টি পরতে, যেগুলি অন্যদিনের তুলনায় একটি বেশি খোলা মেলা।’

পরিচ্ছন্নতা: অধিকাংশ মহিলাই যৌন মিলনের আগে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে থাকতে পছন্দ করেন। ঘনিষ্ঠ হওয়ার আগে স্নান করা, গোপনাঙ্গ পরিষ্কার করা- এসবই মহিলারা নিয়মমাফিক করে থাকেন। সমীক্ষায় অংশগ্রহণকারী এক মহিলা বলছেন, ‘সেক্সের আগে সাফসুতরো থাকাটা শুধুমাত্র পছন্দের জন্য নয়, এটা শরীরের জন্যও ভাল।

পরিচ্ছন্নতা: অধিকাংশ মহিলাই যৌন মিলনের আগে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে থাকতে পছন্দ করেন। ঘনিষ্ঠ হওয়ার আগে স্নান করা, গোপনাঙ্গ পরিষ্কার করা- এসবই মহিলারা নিয়মমাফিক করে থাকেন। সমীক্ষায় অংশগ্রহণকারী এক মহিলা বলছেন, ‘সেক্সের আগে সাফসুতরো থাকাটা শুধুমাত্র পছন্দের জন্য নয়, এটা শরীরের জন্যও ভাল।

সাফসুতরো শয্যা: অনেক মহিলাই মনে করেন, পূর্ণাঙ্গ মিলনের জন্য শয্যা ও বেডরুম ঝকঝকে, তকতকে থাকা জরুরি। ঘনিষ্ঠ মুহূর্তে নাকে জঞ্জালের দুর্গন্ধ এসে লাগুক বা সিলিংয়ে ময়লা থাকুক-এমনটা চান না মহিলারা। তাই মিলনের আগে নিজের শয্যা ও অানুষঙ্গিক জিনিসপত্র গুছিয়ে রাখতেই তাঁরা পছন্দ করেন।

মিউজিক:মহিলাদের মধ্যে একটা বড় অংশই মনে করেন যে উত্তেজনার শিখরে পৌঁছতে ভাল মিউজিক সবসময় সাহায্য করে। তাই পুরুষসঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময় ঘরে হালকা ভলিউমে মিষ্টি কোনও গান বা যন্ত্রসঙ্গীত বাজুক- এমনটাই চান মহিলারা।

পারফিউম:মহিলারা বলছেন, ‘আমি চাই যেন আমার পার্টনার আমার পারফিউমের গন্ধে ডুবে যাক। তাই আমি সেক্সের আগে সবসময় দামি ফ্রেঞ্চ পারফিউম ব্যবহার করি।’

সুরক্ষা (কনডম):আর সবশেষে কিন্তু সবচেয়ে জরুরি যে জিনিসটি মহিলারা কখনই ভোলেন না, সেটা হল মিলনের আগে সুরক্ষার কথা। অধিকাংশ মহিলাই এটা মেনে নিয়েছেন, যে পার্টনার না চাইলেও তাঁরা মিলনের সময় সবরকম সুরক্ষাবিধি মেনে চলতেই পছন্দ করেন।মহিলারা বলছেন, ‘আমি চাই যেন আমার পার্টনার আমার পারফিউমের গন্ধে ডুবে যাক। তাই আমি সেক্সের আগে সবসময় দামি ফ্রেঞ্চ পারফিউম ব্যবহার করি।’

সুরক্ষা (কনডম):আর সবশেষে কিন্তু সবচেয়ে জরুরি যে জিনিসটি মহিলারা কখনই ভোলেন না, সেটা হল মিলনের আগে সুরক্ষার কথা। অধিকাংশ মহিলাই এটা মেনে নিয়েছেন, যে পার্টনার না চাইলেও তাঁরা মিলনের সময় সবরকম সুরক্ষাবিধি মেনে চলতেই পছন্দ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button