বাড়িতে গণেশ মূর্তি আছে? তাহলে অবশ্যই আটটি বিষয় মাথায় রাখুন

৩. কখনই এমন গণেশ মূর্তি বাড়িতে রাখবেন না যার রঙ চোটে গিয়েছে, বা কোনও অংশ ভেঙে গিয়েছে। তাহলে খুবই খারাপ প্রভাব পড়তে পারে। যদি কোনও কারণে ভেঙে যায় বা বিবর্ণ হয়ে যায়, তাহলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে সেই মূর্তি পরিষ্কার জলে ভাসিয়ে দিতে হবে।।
৪. নতুন মূর্তির থেকে পুরনো মূর্তির বেশি যত্ন দেওয়া উচিৎ। তবে পুরনো মূর্তি ভাল অবস্থায় থাকাটা জরুরি।
৫. মাটি, প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করা মূর্তি না রাখাই ভাল। এগুলি সহজেই খারাপ হয়ে যায়। ধাতব জিনিসের মূর্তি রাখা উচিৎ।
৬. শিল্পের নামে কখনও বিকৃত মূর্তি রাখা উচিৎ নয়।
৭. যদি গণেশের পুজো করতে পারেন বা যত্ন নিতে পারেন, তাহলেই এই মূর্তি রাখুন। শো-পিস হিসেবে ব্যবহার করবেন না।
৮. শোবার ঘর, খাবার ঘর কিংবা রান্নাঘরে গণেশ মূর্তি রাখা উচিৎ নয়। এতে মূর্তির পবিত্রতা নষ্ট হতে পারে।