বাস্তুশাস্ত্র মতে বাড়ির এই জায়গায় ময়ূরের পালক রাখুন আপনার ভাগ্য বদলে যাবেই যাবে।

ময়ূরের পালকের গুণগুলি আপনি জানতে পারলে বাড়িতে ময়ূরের পালক না এনে থাকতে পারবেন না।পৌরাণিক কাহিনীতে ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব রয়েছে। ময়ূর ভগবান শ্রীকৃষ্ণের মাথাতে শোভা পায়। দেবরাজ ইন্দ্র ময়ূর পালকের সিংহাসনের ওপর বসেন। পুরাকালে মনি ঋষিরা ময়ূর পালক দিয়েই বিভিন্ন গ্রন্থ রিচনা করেছেন। রামাযান ও মহাভারত মহাকাব্য এই ময়ূর পালক দিয়েই রচনা করা হয়েছে। এই কারণে সমস্ত শাস্ত্রে ,বাস্তুশাস্ত্রে ও জ্যোতিষ শাস্ত্রে ময়ূর পালককে একটি বিশেষ স্থান দেওয়া হয়েছে। আসুন তাহলে জানা যাক এর আশ্চর্য ও অদ্ভুত গুণগুলি সম্মন্ধ।

১/ আপনি যদি আপনার পরিবারকে একত্রিত রাখতে চান তাহলে বাড়িতে রাখুন দুটি ময়ূর পালক। এর প্রভাবে বাড়িতে কেউ আলাদা হবেন না।
২/ যে ব্যাক্তি নিজের কাছে সবসময় ময়ূর পালক রাখেন তাঁর কখনো কোনো অমঙ্গল ঘটে না।
৩/ বাড়িতে যদি ময়ূর থাকে তাহলে তা নেতিবাচক শক্তি বাড়ি থেকে বিদায় করে দেয় এবং বাড়িতে সবসময় ইতিবাচক শক্তি বিরাজ করবে।
৪/ বাচ্চা যদি পড়াশোনায় অমনোযোগী হয় বা পড়াশোনায় মন একদম না থাকে তাহলে তার পড়ার ব্যাগে বা বইয়ের মধ্যে রেখে দেন একটি ময়ূর পালক।
৫/ ডায়েরী বা পকেটের মধ্যে ময়ূরের পালক রাখলে রাহু দোষ কেটও যাবে।

৬/ ময়ূর পালক যদি আপনার কাছে থাকে তাহলে জীবনে কখনো অসফল হবেন না। সাফল্যের একের পর এক সিঁড়ি আপনি অতিক্রম করবেন।
৭/ ময়ূরের প্রিয় আহার হলো সাপ। তাই সাপ ময়ূরকে ভয় পাই। তাই ময়ূর পালক সেখানে রাখুন যেখানে সাপ প্রবেশ করে এবং সাপ থেকে মুক্তি পাবেন।
৮/ জীবনে হঠাৎ করে যদি কষ্ট বিপত্তি আসে তাহলে ঘর বা বেডরুমের ঈশান কোণে ময়ূর পালক রাখুন সবকিছু ঠিক হয়ে যাবে। এছাড়াও ময়ূর পালক মাথায় ঠেকালে প্রভূত লাভ হয়ে থাকে।
৯/ স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই যদি ঝগড়া বিবাদ হয় তাহলে দুটি ময়ূর পালক নিয়ে লুকিয়ে নিজের বিয়ের এলবাম এ রাখুন । ঝগড়াঝাটি বন্ধ হয়ে যাবে এবং প্রেম বাড়বে।
১০/ প্রায়ই রাতে আপনি ভয়ানক স্বপ্ন দেখেন? তাহলে বলিশের তলায় ময়ূর পালক রেখে ঘুমান। আপনার ভয়ানক স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে।

১১/ আপনার বাড়ি বা মূল দরজা যদি বাস্তুশাস্ত্র অনুসারে না হয়ে থাকে তাহলে বাস্তুদোষ দুর করার জন্য সদর দরজায় মাথায় তিনটি ময়ূর পালক লাগান এবং তার নীচে ভগবান শ্রী গণেশ এর মূর্তি বা ছবি লাগান।
১২/ ঘরের দক্ষিণপূর্ব কোণে ময়ূর পালক রাখলে আপনার প্রভূত উন্নতি ঘটবে এবং বাড়িতে অর্থের অভাবে কোনোদিন হবে না।
১৩/ ময়ূর পালক কেনার সময় খেয়াল রাখবেন যে সেটা যেন ভাঙা বা মচকানো না থাকে। নাহলে এটা আরবের জন্য অশুভ প্রতিপন্ন হবে
১৪/ ময়ূর পালক কিনবেন কোনো শুভদিন দেখে। তাহলে এটা আপনার জীবনে সুফল প্রদান করবে।

১৫/ ময়ূর পালক বাড়িতে আনার সময় অবশ্যই ভগবান শ্রী কৃষ্ণের নাম নেবেন।
১৬/ ময়ূর পালক রাতের বেলা উঠানে যদি ঝুলিয়ে রাখা যায় তাহলে নেগেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না।
১৭/ ময়ূর পালক কখনো নীচে ফেলবেন না। এতে আপনার বাড়ির উন্নতি বাধাপ্রাপ্ত হবে।
১৮/ কেউ যদি আপনাকে ময়ূর পালক দান করে তাহলে আপনার জীবনের সকল সফলতার রাস্তা খুলে যাবে।
১৯/ যারা মালা জপ করেন তারা জপের মালাকে ময়ূর পালকের সাথে রাখুন। আপনার সিদ্ধে লাভ ঘটবে।
২০/ ময়ূর পালক বাড়িতে থাকলে সমস্ত গ্রহ দোষ দূর হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button