পাঁচ রাশির উপরে শনির প্রভাব…. কার জন্য শুভ, কার জন্য অশুভ জেনেনিন

বৃষ রাশি— বৃষ রাশির জাতক জাতিকার উপরে থাকবে শনির প্রভাব। তাই বৈবাহিক জীবনে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে। খরচও বাড়বে। কর্মক্ষেত্রে ও পরিবারেও এর প্রভাব খারাপ। শনির প্রকোপ থেকে বাঁচতে সবচেয়ে বড় অস্ত্র ধৈর্য।
কন্যা— শনির প্রভাব থাকলেও এই রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে লাভজনক হবেন। কর্মক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছরে। পরিবারে শান্তি বজায় থাকবে। ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক— শনির প্রভাবে এই রাশির আর্থিক লাভ থাকবে। বহুদিনের পুরনো কোনও কাজ শেষ হবে এই বছরেই।
ধনু— এই রাশির জাতক জাতিকাদের জন্যও শনি শুভ এই বছরেও। পরিবার ও সমাজে সম্মানিত হবেন। সরকারি কোনও কাজ থাকলে, তাতে বাধা আসতে পারে। স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে।
মকর— শনির প্রভাবে এই রাশির জাতক জাতিকার জীবনে চিন্তা বাড়বে। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যও ভাল যাবে না। পরিবারে শান্তি বজায় রাখতে গেলে ধৈর্য ধরতে হব