ধনসম্পত্তি, সৌভাগ্যের উন্নতিতে বাড়িতে এই গাছগুলি লাগানো ভালো, জানুন কোথায় কি কি গাছ লাগাবেন..

বাস্তুশাস্ত্র বলছে , বাড়িতে বেশ কয়েকটি গাছ সুখ সমৃদ্ধি তথা ধনসম্পত্তি বাড়াতে সাহায্য করে। যার ফলে সেই গাছ গুলি বাড়ির উপযুক্ত স্থানে রাখলে, বাড়ির সদস্যদের সৌভাগ্য সমৃদ্ধি বাড়তে বাধ্য। দেখে নেওয়া যাক কোন কোন গাছ বাড়িতে রাখলে তা সমৃদ্ধি , সৌভাগ্যকে আরও বাড়ায়।
তুলসী:-তুলসী গাছ যেকোনও বাড়িতেই সুখ স্বাচ্ছ্ন্দ্য বাড়িয়ে দেয়। বিপদ আসলেও, তা সহজে সেই গৃহস্থে পৌঁছতে পারে না, যেখানে তুলসী গাছ থাকে। অন্তত এমনই কথা বলছেন বাস্তুশাস্ত্রবিদরা। বাড়ির, উত্তর , উত্তর পূর্ব বা পূর্ব দিক তুলসী গাছ লাগানোর আদর্শ জায়গা।
বাঁশ গাছ:-ছোট বাঁশ গাছ আজকাল সর্বত্রই পাওয়া যাচ্ছে। তবে বাস্তুকাররা বলছেন যেকোনও বাঁশ গাছই বাড়ির চারপাশে থাকলে, তা সুখী গার্হস্থ্যের চিহ্ন । এটি গৃহের সদস্যদের সৌভাগ্য বাড়িয়ে তোলে।
মানিপ্ল্যান্ট:-মানিপ্ল্যান্ট সবাই বলেন , ঘরের পক্ষে শুভ। তবে সঠিক দিশায় যদি মানিপ্ল্যান্ট না বসানো হয়, তাহলেই ঘটে যায় চরম বিপত্তি। বাড়ির উত্তর ও পূর্ব দিকে মানিপ্ল্যান্ট বসানো ভালো।
অশোক গাছ:-যাবতীয় দুঃখ কষ্ট দূর করতে অশোক গাছ বাড়িতে থাকা ভালো। বাড়ির পাঁচিলের দিকে এই গাছ পোঁতা শুভফল দায়ক।
কলাগাছ:-অনেকেই বলেন কলাগাছে মশা হয়। তবে কলাগাছ যে বাড়িতে থাকে, সেখানে অর্থাগম কেউ রুখতে পারে না। এমনই দাবি বাস্তুশাস্ত্রবিদদের। বাড়ির সদস্যদের শরীর সুস্থ্য রাখতে কলাগাছ পোঁতা অত্যন্ত ভালো উপায়।
নারকোল গাছ:নারকোল গাছ বাড়ির পিছনের দিকে থাকা ভালো। বাড়ির সামনে নারকোল গাছ গার্হস্থ্যের সমস্যা ডেকে আনে।