বিদেশ থেকে ভারতে এসে 14 টা লেবু গাছ নিয়ে চাষ শুরু করে আজ 1000 টি লেবু গাছের চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন এই ব্যাক্তি।

বিদেশ থেকে ভারতে এসে 14 টা লেবু গাছ নিয়ে চাষ শুরু করে আজ 1000 টি লেবু গাছের চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন এই ব্যাক্তি।

জীবনে কোনো কাজই ছোট নয়, প্রতিটা কাজই যদি সৎ পথে থেকে এবং নিষ্ঠাভরে করা যায় জীবনে সাফল্য আসতে বাধ্য। আমরা অনেক সময়েই অনেক কাজ কে ছোট করে দেখি কিন্তু এ ধরনের আচরণ কখনোই করা উচিত নয়। কারণ আমরা প্রত্যেকেই একে অপরের উপর নির্ভরশীল সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে হোক না কেন। প্রত্যেক জীবিকা সম্পন্ন মানুষকে সম্মান দেওয়া উচিত, সেটা একদম নিম্ন শ্রেণীর থেকে উচ্চ বৃত্ত সব ক্ষেত্রেই সমান।

তেমনই এক ব্যক্তি যিনি ১৫ বছর বাহরাইন ডেনমার্ক ও পর্তুগালে বসবাসের পরেও তার নিজস্ব দেশ কেরালায় ফিরে এসেছিলেন এবং শুধু ফিরে আসেন নি, স্বদেশে ফিরে নিজস্ব স্বাধীন ব্যবসাও শুরু করেন। ব্যবসাটি হলো লেবুর, যা আমাদের নিত্তনৈমিত্তিক জীবনের একটি অঙ্গ। বিভিন্ন ক্ষেত্রে লেবুর ব্যবহার হয়ে থাকে, রান্নাতে তো বিশেষত, এমনকি দুপুরে ভাতের পাতে লেবু না হলে জমে না, এমনকি কোন আচার-অনুষ্ঠানে প্রথমে পাতে লেবু দেওয়া হয়। টক-ঝাল-মিষ্টি নিয়েই জীবন, তাই এই লেবুকেই হাতিয়ার করলেন এই ব্যক্তি, এবং তা থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে শুরু করেন।

সে ব্যক্তি হলেন বাবু জ্যাকব ২০১৫ সালে কেরালায় ফিরে আসেন,ভারতের মাটিতে। প্রথমেই তিনি ১৪ টি লেবু গাছ নিয়েছিল যা তাঁর পৈতৃক বাড়ি তে ছিল। মাত্র চার বছরের মধ্যেই তিনি হাজার কেজি লেবু সংগ্রহ করেন গাছগুলি থেকে। প্রতিকেজি যা প্রায় ১০০ টাকায় বিক্রি হয়েছিল। দাম অবশ্য বাজারের ওপর নির্ভর করে ওঠা নামা করে। এর পরে অবশ্য তাঁর এত লাভ হওয়ার ফলে আরও চারা রোপণ করেছিলেন। বর্তমানে তার প্রায় আড়াইশো টি লেবু গাছ রয়েছে, বেটার ইন্ডিয়ার সাথে এক সাক্ষাৎকারে বাবু বলেছিলেন যে, যেকোনো শাকসবজির থেকে লেবুর চাষ ভালো হয়, এমনকি তা বাঁদর ইঁদুর ইত্যাদির আক্রমণ থেকেও রক্ষা পায়। যার ফলে সাফল্য আসে তাড়াতাড়ি।

নিজের জীবনের সাফল্য পাওয়ার ফলে, তিনি অন্যান্য কৃষকদের এই চাষের সম্পর্কে শেখান এবং সমস্ত কৃষকদের এর মুনাফা লাভের বিষয়টি বোঝান। বর্তমানে তার একটি নার্সারীও রয়েছে, যার নাম বাবু লেবু মিডাউস নামে পরিচিত। সেখানে তিনি চারা বিক্রি করেন , যদিও শুধুমাত্র লেবু নয় লেবু, পেয়ারা , আর্কা বাদাম ইত্যাদির চারাও বিক্রি হয়।

তিনি হয়ত বুঝেছিলেন যে কি ব্যাবসা করলে তার জীবনে উন্নতি ঘটবে। সেই ব্যবসাটিকে তিনি জীবনে পছন্দ করে নিয়েছিলেন। এটিই হচ্ছে দূরদর্শিতা, এটি সবার থাকেনা।সেটাকেই অর্জন করতে হয়, যে কোন পথে গেলে জীবনে আমি সাফল্য পাব, যদি সঠিক পথ অবলম্বন করা যায়, সে পথে যতই চড়াই-উৎরাই হোক সাফল্য একদিন না একদিন আসবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button