RRR সিনেমার অভিনেতা রাম চড়নের জীবন কাহিনীর কথা জানলে আপনি চমকে যাবেন

বর্তমান সময়ে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবথেকে চর্চিত অভিনেতা হলেন রাম চরণ। 27 শে মার্চ 1985 সালে তামিলনাড়ুর চেন্নাইতে জন্মান রাম চরণ। জানিয়ে রাখি সুপারস্টার চিরঞ্জীবী রাম চরনের বাবা ও পবন কল্যাণ রাম চরনের কাকা। এছাড়াও অভিনেতা আল্লু আর্যুন তার কাজিন।
রাম চরণ মূলত দক্ষিণ ভারতীয় ফিল্মে কাজ করলেও তার জনপ্রিয়তা সারা দেশজুড়ে। সুপারস্টার চিরঞ্জীবী-র ছেলে হওয়া সত্বেও তিনি নিজের আলাদা পরিচয় সৃষ্টি করেছেন। বলিউডের অনেক বড় বড় তারকাদের টেক্কা দিয়ে থাকেন তিনি।
রাম চরণ 38 কোটি টাকার বাঙলো-তে থাকেন। তার এই বাঙলো হায়দ্রাবাদের জুবলি হিলসে। এই বাঙলো বাইরে ও ভেতর দু দিক থেকেই অনেক সুন্দর। তিনি এই বাঙলোটি 2019 সালে কিনেছিলেন। তার এই বাঙলো প্রায় 25 হাজার স্কয়ার ফিট জুড়ে। এই বাঙলো-তে তিনি পুরো পরিবারের সাথে থাকেন।
হায়দ্রাবাদ ছাড়া মুম্বাইতেও তার একটি বাড়ি আছে। এই বাড়িটি সুপারস্টার সালমান খানের অ্যাপার্টমেন্টের কাছেই। 2012 সালে তিনি এই বাড়িটি কিনেছিলেন। রাম চরণ সালমান খানের খুব কাছের একজন মানুষ। একটি ইন্টারভিউ তে রাম চরণ জানিয়েছিলেন যখন তিনি মুম্বাইতে থাকেন তখন সালমান খানের বাড়ি থেকেই তার জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার আসে।
রাম চরণ একজন সফল অভিনেতা হওয়ার পাশাপাশি একজন সফল বিজনেসম্যানও। তিনি “কন্নীডেলা” নামের এসটি প্রোডাকশন হাউজ চালান ও “ট্রুজেট” নামের একটি এয়ারলাইন আছে তার। তিনি প্রায় 1300 কোটি টাকার সম্পত্তির মালিক। এছাড়াও “মা টিভি”র বোর্ড অফ ডাইরেক্টর এর পদেও তিনি রয়েছেন।
2007 সাল থেকে তিনি ফিল্মি জগতে সক্রিয় আছেন। তার এই 14 বছরের কেরিয়ারে অনেক অসাধারণ ফিল্ম তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়েছেন। তিনি প্রতিটি ফিল্মের জন্য 20 কোটি টাকা পারিশ্রমিক নেন। যদিও তার আপকামিং ফিল্ম “আর আর আর” এর জন্য 45 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।