৪৯ বছর বয়সেও বিয়ে না করে যে ভাবে এক কন্যা সন্তানের মা হলেন এই অভিনেত্রী

ছোটপর্দা থেকে শুরু করে বড় পর্দায় নিজের অভিনয়ের পারদর্শিতা দেখানো সাক্ষী তানবার গত 12 ই জানুয়ারি 49 তম জন্মদিন সেলিব্রেট করলেন। রাজস্থানে জন্মানো সাক্ষী তানবারের অ্যাক্টিং ক্যারিয়ার সুদীর্ঘ। কিন্তু তার ক্যারিয়ারের সবথেকে জনপ্রিয় ধারাবাহিক ছিল একতা কাপুরের সিরিয়াল “কাহানি ঘর ঘর কি”।

সাক্ষী তানবার প্রায় 15 বছর বয়সে অভিনয়ের জগতে প্রবেশ করেন। তার প্রথম ধারাবাহিক ছিল দূরদর্শনের “আলবেলা সুর মেলা”। 2000 সালে একতা কাপুরের সিরিয়াল “কাহানি ঘর ঘর কি” তে পার্বতী আগারওয়ালের চরিত্রে অভিনয় করেন। এই সিরিয়ালটি প্রায় 8 বছর চলেছিল।

“কাহানি ঘর ঘর কি” তে সাক্ষী তানবার ছাড়াও আলী আসগর, লিলি পাটেল, কিরণ করমরকর ইত্যাদি ছিলেন। এরপর “বড়ে আচ্ছে লাগতে হ্যায়” ধারাবাহিক থেকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি। এই ধারাবাহিকটি 2011 সালে শুরু হয়েছিল। এই ধারাবাহিকে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা রাম কাপুর। রাম ও সাক্ষীর জুটি দর্শকদের দ্বারা খুব পছন্দ করা হয়েছিল।

এই ধারাবাহিকে একবার 17 মিনিটের ইন্টিমেট সিন দেখানো হয়েছিল সাক্ষী ও রামের। এই সিনের পর শো-এর টিআরপি এক ঝটকায় ওপরে উঠে গিয়েছিল। 2016 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা “দঙ্গল” এ আমির খানের স্ত্রীয়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। এরপর 2018 সালে সানি দেওলের ফিল্ম “মহল্লা আস্সি” তে তাকে দেখা যায়।

49 এর সাক্ষী এখনও অবিবাহিতা। কিন্তু 4 বছর আগে এক কন্যা সন্তানকে দত্তক নেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button