হিমেশ রেশমিয়ার সুরের জাদুতে নেট দুনিয়া কাঁপাচ্ছে পবনদীপ অরুনিতার নতুন গান! নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ

চলতি বছরের ইন্ডিয়ান আইডল পবন্দীপ রাজন, ইতিমধ্যেই সকলের মনে জায়গা করে নিয়েছেন। উত্তরাখণ্ডের এই ছেলেকে পছন্দ করেছেন সকলে। এবারের ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় হয়েছেন বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। ইন্ডিয়ান আইডল শেষ হয়ে যাবার পরেও এই দুই জন প্রতিযোগী সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে অন্য একটি কারণে। মাঝে মাঝেই তাদের দুজনকে একসাথে ছবি পোস্ট করতে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। অনেকেরই মত, এই দুই প্রতিযোগী একে অপরের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন।
ইন্ডিয়ান আইডল জিতে পুরস্কার হিসেবে পবন্দ্বিপ পেয়েছেন নগদ ২৫ লক্ষ টাকা, সাথে একটি লাল মারুটি সুজুকি। শুনতে পাওয়া যাচ্ছে, এই গাড়ি করেই নাকি তারা মাঝে মাঝে ঘুরতে চলে যাচ্ছেন। যদিও তারা দু’জনে একে অপরের বন্ধু বলে দাবি করেছেন কিন্তু এই দাবি মানতে নারাজ সকলের।
এরই মধ্যে আবার মুম্বাইয়ের একটি আবাসনে পাশাপাশি দুটি ফ্ল্যাট কিনেছেন তারা প্রতিবেশী হবেন বলে। এই সমস্ত পদক্ষেপ আরো একবার জল্পনা-কল্পনা কে উস্কে দেয়। নেটিজেনরা দাবি করেছেন, তাদের দুজনকে পাশাপাশি বেশ সুন্দর দেখতে লাগে। এই দুই প্রতিযোগীর উচিত একসাথে বিয়ে করা।
আজ ১৪ ই সেপ্টেম্বর সকাল ১১ তাই মুক্তি পেয়েছে অরুনিতা কাঞ্জিলাল এবং পবন দ্বীপ এর গাওয়া একটি নতুন গান। এই গানের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছেন সংগীত শিল্পী তথা সুরকার হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya)। রিয়্যালিটি শো-এর মঞ্চেই তিনি এই দুই প্রতিযোগিতাকে কথা দিয়েছিলেন তাদের নিয়ে তিনি একটি গানের অ্যালবাম বার করবেন। অবশেষে সেই কথা রেখেছেন সুরকার হিমেশ রেশমিয়া।
সম্প্রতি যে গানটি মুক্তি পেয়েছে সেখানে কণ্ঠ দিয়েছেন প্রতিযোগী অরুনিতা কাঞ্জিলাল এবং পবন। ‘হিমেশ কে দিল সে দা এলবামে’ অরুনিতা এবং পবনের গাওয়া ও সাইওনি গানটির স্টুডিও ভার্সন মুক্তি পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে বেশ আনন্দের সাথে ২ প্রতিযোগী গানটি পরিবেশন করেছেন।