সিআইডির এসিপি সিআইডি প্রদ্যুমানের কাতর আর্জি, দুর্ভাগ্য আমার কোনো কাজ নেই আমি ঘরে বসে আছি

বলিউড ও টেলিভিশনের বিখ্যাত অভিনেতা শিবাজী সাটমকে মানুষ তার আসল নামে কম আর এসিপি প্রদ্যুম্নের নামে বেশি চেনেন। তার অভিনয় কেরিয়ারের 23 বছর সিআইডি ধারাবাহিকে এসিপি প্রদ্যুম্নের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিআইডি ছাড়াও শিবাজী সাটম্ বলিউডে “বাস্তব”, “নায়ক”, “সূর্যবংশম্” এর মতো ফিল্মে কাজ করেছেন। এই সব ফিল্মে তার অসাধারণ অভিনয় দেখা গেছে।

একটি ইন্টারভিউতে অভিনেতা জানিয়েছেন বর্তমানে তার কাছে কোনো কাজ নেই। তিনি জানিয়েছেন তার কাছে সেইভাবে কোনো রোলের অফার আসছে না। যা আসছে তা খুব একটা মান সম্মত নয়। তিনি আরও বলেন কাজ না থাকায় বাড়িতে বসে বোর হতে হচ্ছে তোকে। দর্শকেরাও আজকাল ভালো কাজ ও ভালো অভিনেতাদের মিস্ করছেন।

তিনি পুলিশের চরিত্রের জন্য কয়েকটি অফার পেয়েছেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন 20 বছর ধরে যেই চরিত্রে অভিনয় করেছেন সেই একই রকম চরিত্রে আর অভিনয় করতে চাননা তিনি। সিআইডি -র কামব্যাক সম্পর্কে তিনি বলেছেন নির্মাতারা এই নিয়ে কথা বলছেন কিন্তু এখনও কিছু ঠিক হয়নি।

1980 সালে টেলিভিশনের বিখ্যাত ধারাবাহিক “রিশতে-নাতে” থেকে ডেবিউ করেন তিনি। এছাড়াও “ফেমাস ট্রায়াল্স অফ ইন্ডিয়া”, “এক শূন্য শূন্য”, “এ মাউথফুল অফ স্কাই” নামক ধারাবাহিকে কাজ করেছেন। “কুরুক্ষেত্র”, “100 দিন”, “হাসিন দিলরুবা” র মতো ফিল্মেও কাজ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button