সামনেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন গায়িকা মেখলা! পাত্র কে জানেন?

আবারো টলিপাড়ায় বিয়ের সানাই বেজেছে, এখনো শীত ঠিকমতো চোখে পড়েনি তাতেই বিয়ের মৌসুম শুরু হয়ে গেছে। এরই মাঝে এই সুখবর তাও আবার মিষ্টি সুরেলা কন্ঠের জাদু যাকে আমরা চিনি মেখলা দাশগুপ্ত বলে।
সা-রে-গা-মা-পা মঞ্চ কাঁপিয়েছে তার গলা তারপরে প্লেব্যাক সিঙ্গিং। এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই গায়িকা। একটি সাক্ষাৎকারে তিনি তার জীবনসঙ্গীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, জানিয়েছেন তার জীবন সঙ্গী কোন জগতের সাথে যুক্ত, তার নাম অর্ক প্রভ চৌধুরী। বর্তমানে আইআইএম নিয়ে পড়াশোনা করছেন এবং এটি কর্পোরেট সংস্থায় কর্মরত আছেন।
যদিও গত বছরই গায়িকার হবু বর নিজেদের সম্পর্কে সিলমোহর দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, তবে মেঘলার মুখ থেকে জানা যায় যে তাদের প্রেম পর্ব ৮ বছর ধরে চলছে। আট বছর ধরে তারা প্রেমের বন্ধনে আবদ্ধ, এবার সেই ভালোবাসাকেই পরিণতি দিতে চান তাঁরা। তাই এই বছরের ডিসেম্বর মাস কেই তাঁরা বেছে নিয়েছেন তাদের শুভ পরিণয় জন্য।
যদিও ছেলের বাড়ি শিলিগুড়ি এবং গায়িকা থাকেন কলকাতায়। ভাগ্যচক্রে আলাপ হয় তাঁদের, দুজনেই গিয়েছিলেন বান্ধবীর বিয়েতে। সেখানে আলাপ আর তারপরে ফেসবুকের মাধ্যমে তাদের সম্পর্ক এগোতে থাকে। প্রথমে বন্ধুত্ব তারপরে প্রেম আগামী পয়লা ডিসেম্বর তাদের চার হাত এক হতে চলেছে সমস্ত পরিবারের সম্মুখে।
প্রথম রিসেপশন হবে কলকাতায় এবং দ্বিতীয় রিসেপশন হবে শিলিগুড়িতে। বিয়ের সাজ পোশাক নিয়ে খোলাখুলি জানিয়েছেন তিনি। এমনকি মেঘলা জানান তার বিয়েতে অতিথিদের কোন গিফট আনা নিষেধ বরং তাঁরা আনতে পারেন শুভেচ্ছা বার্তার কার্ড অর্থাৎ এক জাঁকজমকপূর্ণ বিয়ে দেখার অপেক্ষায় সমস্ত টলিপাড়া সহ তার ভক্তরাও।