শাহরুখ খানের মেয়ে এই বিখ্যাত অভিনেতার পুত্রবধূ হতে পারেন , যিনি সুহানার জীবন সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন

শাহরুখ খান বলিউডের বাদশা। কেরিয়ারের ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তিনি একজন চর্চিত তারকা। বিভিন্ন কারণে বহুবার তাকে চর্চায় উঠে আসতে হয়েছে। সম্প্রতি ছেলে আরিয়ান খান এর জন্য বিতর্কের শিকার হতে হয়েছিল তাকে।
2 রা অক্টোবর 2021 সালে মুম্বাই টু গোয়া গামী একটি ক্রুসে ড্রাগস পার্টিতে তাকে দোষী পাওয়া যায়। এই কারণে বহু দিন তাকে জেলেও রাত কাটাতে হয়েছে। অবশ্য বেশ কিছুদিন হল নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়াও পেয়েছে আরিয়ান। এবার ছেলের পর মেয়ে সুহানা খান এর জন্য চর্চায় উঠে এসেছেন শাহরুখ খান।
এখন থেকেই বেশ বড় বড় ব্র্যান্ডের থেকে মডেলিং এর অফার পাচ্ছে সুহানা খান। অবশ্য এই নিয়ে বিতর্কেরও শেষ নেই। একদলের মতে সুহানা কেবলমাত্র বাদশা শাহরুখ খানের মেয়ে হওয়ায় এই সুযোগ তাকে দেওয়া উচিত নয়। আবার অপর এক দলের মতে সুহানা খান সুন্দরী। সে নিজের যোগ্যতায় এইসব কাজ পাচ্ছে।
সুহানা খান ও অনন্যা পান্ডের মধ্যে বন্ধুত্ব সকলেরই জানা। তাদের বন্ধুত্ব এতটাই গাঢ় যে আরিয়ান খান যখন জেলে ছিলেন অনন্যা পান্ডেকেও এনসিবি জিজ্ঞাসাবাদ করেছিল। শোনা যাচ্ছে চাংকি পান্ডে ও শাহরুখ খান শীঘ্রই সম্বন্ধি হতে চলেছেন। চাংকি পান্ডের ছেলে তথা অনন্যা পান্ডের ভাই আহান পান্ডে ও শাহরুখ খানের মেয়ে সুহানা খান বিয়ে করতে চলেছে।
সুহানা খান ও আহান পান্ডে দীর্ঘদিন সম্পর্কে আছে। তারা নিজেদের সম্পর্ক নিয়ে এতটাই সিরিয়াস যে বিয়ে করার কথা ভেবেছে। যদিও এই নিয়ে কোন সত্যতা বিচার হয়নি। শোনা যাচ্ছে আহান পান্ডে ও সুহানা খান শীঘ্রই নিজেদের ডেবিউ করতে চলেছে বলিউডে।