শাহরুখের ছেলে কে সমর্থন করায় জুন আন্টিকে গাঁজা খাওয়ার তকমা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল উষসী চক্রবর্তী

এবার খুশির হাওয়া মন্নতে, স্বস্তির নিঃশ্বাস ফেললেন শাহরুখ খান সহ তাঁর গোটা পরিবার, কারণ প্রায় একমাস পর শাহরুখপুত্র আরিয়ান বাড়ি ফিরলেন এদিন, একপ্রকার এই বাড়ি ফেরায়, কিছুটা হলেও স্বস্তি র নিঃশ্বাস সবারই, কিছুদিন আগেও এতটাই নাস্তানাবুদ অবস্থা ছিল তাঁর যে কিছুতেই জামিন পাচ্ছিলেন না তিনি।
তবে এদিন ছেলেকে কাছে পেয়ে শুধু শাহরুখ নয় তার সমস্ত অনুগামীরাও আনন্দে মেতে ওঠে। তবে এদিন এই বিষয়টিকে সমর্থন করে উষসী চক্রবর্তী অর্থাৎ আমাদের সকলের প্রিয় জুন আন্টিকে ট্রোলডের মুখে পড়তে হয়, কারণ তিনি নিজস্ব পেজে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন যে, তিনি তার দেশকে ভালোবাসেন এবং ভারতের আইনের উপর তাঁর যথেষ্ট বিশ্বাস আছে এবং আইন আইনের পথে চলবে তার সাথে তিনি শাহরুখ খানেরও একজন বড় ভক্তও।
সমালোচকরা এদিন বলেন যে উষসী পরোক্ষভাবে হলেও শাহরুখপুত্র আরিয়ানের মাদক কান্ডে জড়িয়ে পড়া ঘটনাটিকে সমর্থন করছেন। এমনকি তিনি কতটা জড়িত এই প্রশ্নও করেন নেটিজেনদের একাংশ। তবে অভিনেত্রী এই সমস্ত কিছুই পাত্তা দিতে , এই সমস্ত বিষয়কে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি, তিনি যেভাবে হেনস্থার শিকার হচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না।
আর সোশ্যাল মিডিয়ার সবসময় একটি খোরাক চাই, যা নিয়ে তাঁরা মেতে থাকতে পারবেন। সম্প্রতি শাহরুখপুত্র আরিয়ানের পর এবার নেটিজেনরা আমাদের প্রিয় জুন আন্টিকে নিয়ে ব্যস্ত, তাঁকে ট্রোল করতে মরিয়া হয়ে উঠেছে সবাই।