রাখীর ব্রে”স্ট সার্জারি নিয়ে ঘটল এই ঘটনা! বিগ বসের ঘরে কেঁদে ভাসালেন রাখী!

বিগ বস সিজন 15 এর ফিনালেতে আর মাত্র কিছুদিন বাকি। এর মধ্যেই ফিনালে টিকিটের টাস্কে সব কন্টেসটেন্টেরা নিজেদের সর্বস্ব দিয়ে লড়ছে। এমনই এক টাস্কে রাখী সাওয়ান্ত সঞ্চালক ছিল। কিন্তু সেই সময় সে বন্ধু দেবলীনা ভট্টাচার্যকে চিটিং করে জিতিয়ে দিচ্ছিল। এই কারণে রাখী আর শমিতা শেট্টির মধ্যে ঝগড়া লেগে যায়। তখন রাখী শমিতার খুব কাছে চলে যায়। শমিতা বারবার দূরে যেতে বললেও রাখী শোনে না। এক পর্যায়ে শমিতা রাখীকে ধাক্কা দিয়ে দেয়।
এরপর রাখী কাঁদতে থাকে। রাখী বলে যে শমিতা তাকে ব্রেস্টে ধাক্কা মেরেছে। কিন্তু শমিতা বলে সে রাখিকে ব্রেস্টে নয় বরং কাঁধে ধাক্কা মেরেছে। এরপর তেজস্বী প্রকাশ শমিতাকে বলে রাখীর কাছে ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু শমিতা রাজি হয় না। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে দুটো গ্রুপ ভাগ হয়ে গেছে। কেউ রাখির কান্নাকে তার নাটক বলছে। আবার কেউ কেউ শমিতার ধাক্কা দেওয়া কে অনুচিত বলছে। জানিয়ে রাখি বিগ বস সিজন 14 এ রাখীর সাথে জেসমিনের ঝগড়া হয়।
রাখী জেসমিনের ওপর আরোপ লাগায় জেসমিন তার নাকে মেরেছে। রাখীর নাকে সার্জারি হয়েছিল এই কথা জেসমিনকে বলতেই সে রাখী-কে নিয়ে মজা করতে শুরু করে। এই কারণে উইকেন্ডের বারে সালমান খান জেসমিনকে অনেক কথা শুনিয়ে ছিলেন। এখন দর্শকেরা সালমান খানের দিকে তাকিয়ে আছেন যে তিনি শমিতার সাইড নেন নাকি রাখীর তা দেখার জন্য। এই পুরো ইন্সিডেন্টে আপনার কী মত আমাদের জানাতে পারেন।