যৌ-নকর্মীদের হাত থেকে ভাই ফোঁটা নিয়ে নজির গড়লেন অভিনেতা ভাস্বর , ভাইরাল হতে নেটিজনেরা যা বললেন শুনলে অবাক হবেন

যৌ-ন কর্মীদের কাছ থেকে ভাইফোঁটা নিয়ে দৃষ্টান্ত তৈরি করলেন অভিনেতা ভাস্বর, হোয়াই নট? কেন নয়? সত্যিই তো আমরা অচলায়তন থেকে কেনো বেরোতে পারি না? কেন পারি না নতুন কিছু দৃষ্টান্ত তৈরি করতে? তবে এখন মানুষ অনেক বেশী আধুনিক, অনেক বেশি সাবলীল। তাই প্রত্যেক প্রথা ভেঙে নতুন নিয়ম তৈরি করতে চায় মানুষ। তেমনই একটি নতুন নিয়ম তৈরি করতে দেখা গেল ভাস্বর চট্টোপাধ্যায় কে।

ভাইফোঁটার দিন তিনি সোজা পৌঁছে গেলেন সো-নাগাছিতে। সেখানে যৌ-ন কর্মীদের কাছ থেকে নিলেন ফোঁটা, দিলেন উপহার। সব মিলিয়ে জমজমাট অনুষ্ঠানে মেতে উঠল সমাজের তথাকথিত পিছিয়ে পড়া কিছু মানুষ। এর আগেও দুর্গা পুজোর সময়ে নতুন জামা-কাপড় নিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন সো-নাগাছিতে। এবার অনুষ্ঠিত হলে ভাইফোঁটা।

দুর্বার মহিলা সমন্বয় কমিটির পরিচালনায় আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। ভাইফোঁটার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভাস্বর চট্টোপাধ্যায় লিখলেন, “ভীষণ সুন্দর দিনটি কাটলো আজ। রেড লাইট এরিয়ার দিদিদের সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করলাম। সমস্ত কৃতিত্ব অভিজিৎ মল্লিক এবং মহেশ্বেতা মুখার্জির। ওনারা এতটা আন্তরিক, যে নিজের বাড়ির মতোই মনে হয়েছিল। অভিজিতের স্ত্রী পিয়ালী, মহাশ্বেতা দি দুজনেই সকলকে ভাইফোঁটা দিলেন”।

দুর্গাপূজার সময় ২০ জন যৌ-নকর্মীকে দেওয়া হয়েছিল শাড়ি। ১২০ জন খুদে পেয়েছিল নতুন জামা। নিজস্ব ফাউন্ডেশন এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে পৌঁছে গিয়েছিলেন পতিতালয। যাদের ঘরের মাটি ছাড়া দুর্গা প্রতিমা তৈরি হয় না তাদের সম্মান জানিয়ে পাশে থাকার অঙ্গীকার করলেন ভাস্বর চট্টোপাধ্যায়। গতবছর লকডাউনের সময় তিনি এই মানুষদের পাশে থেকে ছিলেন, সাহায্য করেছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি শ্রী কৃষ্ণ ভক্ত মিরা এবং কাঞ্চি এই দুটি সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি রিয়েল ভিডিও বানানো এবং উর্দু শিখে অবসর সময় কাজে লাগান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button