যে কারণে সানি লিওনির ওপর FIR হতে পারে

ফের বিবাদে জড়িয়ে ছিলেন অভিনেত্রী সানি লিওন। অভিনেত্রী সানি লিওনের নতুন গান “মধুবন মে রাধিকা” গত 22 শে ডিসেম্বর রিলিজ হয়। এই গানটি কনিকা কাপুর গেয়েছেন। রিলিজ হওয়ার পর থেকেই এই গান বিবাদে জড়িয়ে পড়েছে। এটি 1960 সালে রিলিজ হওয়া দিলীপ কুমার ও মিনা কুমারির সিনেমা “কোহিনুর” এর। তৎকালীন সময়ে অরিজিনাল ভার্সনটি গেয়েছিলেন মোহাম্মদ রফি।

এই গানটি রিলিজ হওয়ার পর থেকেই দর্শকদের রোষের সম্মুখীন হতে হয়েছে। সম্প্রতি মধ্যপ্রদেশের গৃহ মন্ত্রী নরত্তম মিশ্রা এই গানটির ওপর কেস করার ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন এই গানটি ও তাতে সানি লিওনের নাচ হিন্দু ধর্মের বিশ্বাসে আঘাত এনেছে। তাই এই গান সত্ত্বর ইউটিউব থেকে ডিলিট না করলে তিনি স্ট্রিক্ট একশন নেবেন।

এর পূর্বে বৃন্দাবনের সাধু নবল গিরি মহারাজ এই গানটিতে নিজের আপত্তি জানিয়েছিলেন এবং বলেছিলেন সরকার যেন তৎপরতার সাথে এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়। তিনি আরো বলেন সরকার যদি তাকে সাহায্য না করেন তবে তিনি উচ্চ আদালতে যেতেও পিছপা হবেন না।

তার মতে সানি লিওন “মধুবন মে রাধিকা” গানে অশ্লীলভাবে নেচে হিন্দুদের ধর্মীয় ভাবনাকে হানি পৌঁছানোর চেষ্টা করেছেন। এর আগেও বহুবার সানি লিওন কে বিভিন্ন বিবাদে জড়াতে হয়েছে। যদিও সানি লিওন সকল প্রকার কন্ট্রোভার্সি থেকে দূরেই থাকেন, তাও এইসব কন্ট্রোভার্সি যেন তার পিছু ছাড়তে চায় না। এই প্রসঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button