মুকেশ আম্বানি ও মার্ক জুকারবার্গ এরা তাদের নিরাপত্তারক্ষীদের পেছনে কত টাকা খরচ করে জানলে হুঁশ উড়ে যাবে।

নিরাপত্তা হলো এমন একটি ব্যবস্থা যা প্রতিটি মানুষেরই পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন। আমরা যারা দেশের সাধারণ নাগরিক তাদের জন্য সাধারণত প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট। কিন্তু পৃথিবীর বিভিন্ন ধনশালী ব্যক্তিত্ব রয়েছেন যাদেক জীবনে ঝুঁকির পরিমাণ অনেকটাই বেশি। তাই তাদের কাজ চলেনা প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থায়, প্রচুর টাকা ব্যায় করে তাদের ব্যক্তিগত নিরাপত্তা মজবুত করতে হয়। প্রসঙ্গত এই প্রতিবেদনে আমরা দেখে নেব পৃথিবীর বিভিন্ন ধনশালী ব্যক্তিরা তাদের নিরাপত্তার পিছনে দৈনিক বা মাসিক কত টাকা খরচ করেন।

১.মার্ক জুকারবার্গ:একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার। তার পুরো নাম মার্ক এলিয়ট জাকারবার্গ। যার আসল পরিচিতি হল জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুক প্রতিষ্ঠাতা হিসেবে। তিনি বর্তমানে ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রেসিডেন্ট। জাকারবার্গ এবং তার কয়েকজন সহপাঠী মিলে ২০০৪ সালে এটিকে একটি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেন যখন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। মাত্র ২৬ বছর বয়সেই জাকারবার্গ টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বছরের সেরা ব্যক্তিত্বরূপে নির্বাচিত হয়েছেন।

২.জেফ বেজোস:প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন বাফেট। বলাবাহুল্য ব্যক্তির অন্য কারো চেয়ে শক্তিশালী নিরাপত্তা দলের প্রয়োজন। তার দৈনিক নিরাপত্তা বজায় রাখার জন্য প্রায় ৩ লাখ টাকা।

৩.ওয়ারেন বাফেট:এই আমেরিকান ব্যবসায়ি এবং একজন মহৎ, বিনিয়োগকারী এই মানবপ্রেমিক সম্পর্কে খুব কন সংখ্যক মানুষের কাছেই অজানা। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় রয়েছেন বর্তমানে ওয়ারেন বাফেট। তার নিরাপত্তা খরচ প্রায় ৬৮,০০০ টাকা দৈনিক।

৪.টিম কুক:বর্তমানে অ্যাপেল কোম্পানির সিইও এবং তারই সঙ্গে পৃথিবীর অন্যতম একজন ব্যাতিক্রমী ইঞ্জিনিয়ার টিম কুকও নিরাপত্তার মধ্যে থাকতে পছন্দ করেন। তার নিরাপত্তার পিছনে খরচের পরিমাণ শুনলেও আপনি নিশ্চিতভাবে অবাক হবেন। তার নিরাপত্তার পিছনে প্রত্যেকদিনের খরচের পরিমাণ প্রায় ৪০,০০০ টাকা।

৫. মুকেশ আম্বানি:ধনকুবের ব্যক্তিদের মধ্যে যদি নিরাপত্তার কথা উঠে আসে তবে সবচেয়ে কড়া নিরাপত্তার মধ্যে থাকতে ভালোবাসেন এই ব্যক্তি। বর্তমানে মুকেশ আম্বানি ভারতীয় সবচেয়ে ধনী ব্যক্তি তাই তার নিরাপত্তার যতটুকু প্রয়োজন সেটুকু পুরোপুরিভাবেই ব্যবহার করেন। নিরাপত্তার পিছনে তিনি মোট খরচ করেন প্রায় মাসিক ২০ লক্ষ টাকা এবং নিরাপত্তায় মোড়া গাড়ি চড়তেও পছন্দ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button