মাত্র 4 বছরে এত কোটি টাকার সম্পত্তি করেছেন রেশ্মিকা, বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের পিছনে ফেলে দিয়েছেন

রেশ্মিকা মান্দানা আজ ন্যাশনাল ক্রাশ। অভিনেত্রী রেশ্মিকা মাত্র 4 বছরেই নিজের অ্যাকটিং কেরিয়ারের উন্নতির চরম শিখরে পৌঁছাতে পেরেছেন। বর্তমানে তিনি সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির টপ অ্যাকট্রেসদের মধ্যে অন্যতম। ধীরে ধীরে তিনি বলিউডেও নিজের পাড়ি জমাতে চলেছেন।
যদিও এখনও পর্যন্ত কোনো বলিউড ফিল্মে কাজ করেননি তিনি। কিন্তু তাও তার চর্চা বলিউডে হয়। আসুন জেনে নিই রেশ্মিকা মান্দানার সম্পত্তির ব্যাপারে-
রেশ্মিকা মান্দানা 2016 সালে “কিরিক পার্টি” থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন। প্রথম ফিল্ম থেকেই দর্শকদের মনে নিজের জায়গা করতে সমর্থ হয়েছিলেন রেশ্মিকা। আজ তিনি প্রতিটি ফিল্মের জন্য 3 কোটি থেকে 4 কোটি টাকা পারিশ্রমিক নেন।
রেশ্মিকা মান্দানার 30 কোটি টাকার সম্পত্তি রয়েছে। ব্যাঙ্গালোরে তার একটি বাঙলো রয়েছে। যার বর্তমান দাম 8 কোটি টাকা। এছাড়াও 50 লাখ টাকার মার্সিডিজ বেঞ্জ C-ক্লাস, 40 লাখ টাকার AUDI q-3, টোয়োটা ইনোবা, Hyundai Creta এর মতো লাক্সারি গাড়ি আছে তার।
এছাড়াও গোয়া তে একটি বাড়ি রয়েছে তার, যার দাম কোটি টাকা। 2020 সালে হায়দ্রাবাদে একটি বাঙলো কিনেছেন তিনি। রেশ্মিকা বর্তমানে অনুষ্কা শেট্টি, নয়নতারা, সামান্থা প্রভৃতি অভিনেত্রীদের টক্কর দিচ্ছেন।
5 ই এপ্রিল 1996 সালে কর্ণাটকে জন্মানো রেশ্মিকা “অঞ্জনি পুত্র”, “চমক”, “চলো”, “গীতা গোবিন্দম্”, “দেবদাস”, “যজমান”, “ডিয়ার কমরেড”, “ভীষ্মা” প্রভৃতি ফিল্মে কাজ করেছেন।