মহেন্দ্র সিং ধোনির এই সুপার কার টির দাম কত জানেন ? জানলে হুঁশ উড়ে যাবে।

ভারতীয় ক্রিকেটারদের বেতন কত? এমন কৌতূহল সব সময়ই থাকে ক্রিকেট প্রেমীদের মনে। ম্যাচ প্রতি সব ক্রিকেটার নির্ধারিত টাকার ম্যাচ ফি পেয়ে থাকেন। আবার ম্যাচের সেরা হলে লাখ খানেক টাকা প্রাইজ টোকন হিসেবে পান তারা। এছাড়াও রয়েছে তাদের নানা বিজ্ঞাপনী স্পনসর।

আইপিএল এসে ক্রিকেটারদের রোজগার বাড়িয়েছে কয়েক গুণ। তবে, দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেও তারা যে বিসিসিআই-এর চুক্তিবদ্ধ কর্মী, এ কথা আমরা অনেক সময় ভুলেই যাই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রতি মাসে গ্রেড অনুযায়ী জাতীয় ক্রিকেটাররা বেতন পেয়ে থাকেন।

বিসিসিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের তিন ধরনের গ্রেডে ভাগ করা হয়েছে। এ-গ্রেডের ক্রিকেটাররা বছরে এক কোটি টাকা পান। বি-গ্রেডের ৫০ লাখ এবং সি-গ্রেডের ক্রিকেটাররা বছরে ২৫ লাখ টাকা পেয়ে থাকেন।

‘এ’ ক্যাটাগরিতে বার্ষিক রিটেনার ফি ১ কোটি টাকা। টেস্ট ম্যাচের ফি ৫ লাখ, একদিনের ম্যাচের ফি ৩ লাখ এবং টি-টোয়েন্টির ম্যাচ ফি ১.৫ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন এম এস ধোনি, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানে, যুবরাজ সিংহ।

‘বি’ ক্যাটাগরিতে বার্ষিক রিটেনার ফি ৫০ লাখ টাকা। টেস্ট ম্যাচের ফি ৩ লাখ, একদিনের ম্যাচের ফি ১.৫ লাখ এবং টি-টোয়েন্টির ম্যাচ ফি ১.৫ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন সুরেশ রায়না, অম্বাতি রায়াডু, রোহিত শর্মা, মুরলী বিজয়, শিখর ধবন, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা, মহম্মদ শামি।

‘সি’ ক্যাটাগরিতে বার্ষিক রিটেনার ফি ২৫ লাখ টাকা। টেস্ট ম্যাচের ফি ৩ লাখ, একদিনের ম্যাচের ফি ১.৫ লাখ এবং টি-টোয়েন্টির ম্যাচ ফি ১.৫ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন অমিত মিশ্র, অক্ষর পটেল, স্টুয়ার্ট বিনি, ঋদ্ধিমান সাহা, মোহিত শর্মা, বিনয়া কুমার, বরুণ অ্যারন, কর্ণ শর্মা, রবীন্দ্র জাদেজা, কে এল রাহুল, ধবল কুলকার্নি, হরভজন সিংহ, এস অরবিন্দ।

মহেন্দ্র সিং ধোনি :ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যে বেতনের তালিকায় উপরে দিকে ছিলো তা নিশ্চিতভাবে বলা যায়। ধোনি মাসে ৮ লক্ষ ৩০ হাজার টাকা বেতন পেতেন।

বিরাট কোহলি : বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও এ গ্রেডের অন্তর্ভুক্ত। তবে তিনি T20 বিশ্বকাপ 2021 সে অধিনায়কত্ত করবেন তা গতকালই জানা গেছে। বাকি 50-50 ওভারের খেলা আর টেস্টে অধিনায়ক হিসেবে তিনিই আছেন। তার মাসিক বেতনও ৮ লক্ষ ৩০ হাজার টাকা।

আমাদের আর্টিকেল যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং তা বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button