ভিক্ষা করতে চান না,তাই কলম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই ঠাকুমা,জানেন ইনি কে?

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে রাতারাতি মানুষ ধনী থেকে গরীব আবার গরীব থেকে ধনী হয়ে যায়। তার জীবন্ত উদাহরণ আমরা আমাদের চারপাশে দেখতে পাই। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পিছিয়ে পড়া মানুষেরা সাহায্য পেয়ে থাকে। একটি পোস্ট অথবা ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গেলে তাদের আর পেছন ফিরে তাকাতে হয়না। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে সোশ্যাল মিডিয়ার একটি প্লাটফর্মে।
এম.জি রোড পুনে এলাকার একটি ছবি টুইটারে শেয়ার করা হয়েছিল। ছবিটিতে দেখা যাচ্ছিল একটি বয়স্ক মহিলা একটি বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার মুখে অনাবিল হাসি। তার বোর্ডে লেখা ছিল,”আমি ভিক্ষা চাই না। অনুগ্রহ করে দশ টাকা মূল্যের একটি কলম কিনুন। ধন্যবাদ। ভগবান আপনার মঙ্গল করুন।” বয়স্ক মহিলার ছবিটি সাংসদ বিজয়া সাই রেড্ডি টুইটারে শেয়ার করেছেন। জানা গেছে সেই বয়স্ক মহিলাটির নাম রতন।
রেড্ডি জি লিখেছেন যে,”রতন কঠোর পরিশ্রম করে উপার্জন করছেন। এভাবে সৎ হয়ে বেচে থেকে উপার্জনের চেষ্টা করার জন্য তিনি সবার অনুপ্রেরণা হয়ে থাকবেন সারা জীবন।” শেয়ার করা ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং লোকজনেরা রতন দিদার প্রশংসা করছেন এবং অনেকে এমন মন্তব্য করছেন যে, “দিদার এমন হাসি দেখলে দিনের ক্লান্তি নিমেষেই চলে যাবে।” আশা রাখি দিদা এরপর থেকে আরো খরিদ্দার পাবেন যাতে তিনি তার কলম বিক্রি করে স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারেন।