ভগবানের পা ছুঁয়ে প্রণাম করে প্রণামী বাক্স নিয়ে পালালো চোর, তারপর যা হলো

মন্দিরে প্রায়শই ঈশ্বর এর অলংকার, মুকুট ইত্যাদি চুরির ঘটনা শোনা যায় এমনকি স্বয়ং ঈশ্বর এর মূর্তি চুরি হওয়ার ঘটনা অনেক জায়গায় শোনা গিয়েছে। মহারাষ্ট্রের থানা থেকে এক অদ্ভুত চুরির ঘটনা সামনে এসেছে সম্প্রতি। পুলিশের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী, চোর হনুমান মন্দির এ ঢুকে ভগবানের দানবাক্স নিয়ে পালিয়ে যায়।
‘হিন্দুস্তান টাইমস’ এর প্রতিবেদনে বলা হয়েছে মন্দিরের পুরোহিত মহন্ত মহাবীর দাস মহারাজ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার সন্ধ্যা 8.30-9.30 এর মধ্যে এই ঘটনাটি ঘটে এবং মন্দিরের পুরোহিতরা কিছুক্ষণের জন্য সেই সময় বাইরে ছিলেন এবং ফিরে এসে মন্দিরের দানবাক্স তারা খুঁজে পাচ্ছিলেন না বলে জানান। দানবাক্সে প্রায় 1000 টাকার মতন ছিল।
পুলিশ মন্দির স্থাপিত সিসিটিভি ক্যামেরা চেক করে দেখেন যে, এক যুবক মন্দিরে প্রবেশ করে এবং দেবতার পা ছুঁয়ে দানবাক্স নিয়ে পালিয়ে যায়, চোরের সঙ্গী মন্দিরের বাইরে অপেক্ষা করছিল।
নৌপাদা থানার সঞ্জয় ধুমাল বলেন, “আমরা মন্দিরের কাছে বসবাসকারীদের জিজ্ঞাসাবাদ করেছি এবং আমরা সিসিটিভি ফুটেজ এর স্থিরচিত্র লোকদেরকে দেখিয়েছি এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অনেক তথ্য পেয়েছি।
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদে সে তার সঙ্গীর কথাও বলেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযুক্তদের কাছ থেকে দানবাক্স এবং নগদ 536 টাকা উদ্ধার করা হয়েছে।