বেডরুমের গোপন কথা ফাঁস করলেন কারিনা কাপুর, বললেন “বিছানায় এই তিনটে জিনিস চাই”

প্রায়শই বলিউডের তারকা দম্পতিদের কোনো না কোনো কারণে চর্চায় উঠে আসতে দেখা যায়। এমনই এক জুটি হলেন স্যাইফ আলী খান ও কারিনা কাপুর খান। সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন কারিনা কাপুর খান। তিনি নিজের ছোট ছেলের নাম রেখেছেন জেহ।

কারিনা কাপুর খান বলিউডের মোস্ট স্ট্রেটফরওয়ার্ড হিরোইনদের মধ্যে অন্যতম। তিনি মুখের উপর কথা বলে থাকেন। একটি ইন্টারভিউতে তিনি নিজের বেডরুম সিক্রেট বলেছেন। তিনি জানিয়েছেন শুতে যাওয়ার সময় তিনটে জিনিস অবশ্যই তার লাগবে।

কারিনা কাপুর খান ও সাইফ আলী খানের বিবাহিত জীবনের আট বছর হয়ে গেছে। কিন্তু আজও তাদের মধ্যে এর কেমিস্ট্রি সেই প্রথম দিনের মতোই রয়েছে। একটি ইন্টারভিউতে নিজের বেডরুম সিক্রেট বলার সময় কারিনা কাপুর খান জানান শোওয়ার সময় তার তিনটে জিনিস অবশ্যই প্রয়োজন হয়- এক বোতল ওয়াইন, পাজামা ও স্বামী স্যাইফ-কে। এই উত্তর দেয়ার সময় তাকে একটুও নার্ভাস লাগছিল না। বরং অনেক কনফিডেন্সের সাথে তিনি জবাব দিচ্ছিলেন।

স্যাইফ আলী খান ও কারিনা কাপুর খানের প্রথমবার ফিল্ম “টশন” এর সেট থেকে বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্ব ধীরে ধীরে সম্পর্কের রূপ নেয়। বেশ কিছু সময় একে অপরের সাথে সম্পর্কে থাকার পর 2012 সালে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। সেই সময়ে “টশন” ফিল্মটি ফ্লপ হলেও স্যাইফ ও কারিনার জুটি আসল জীবনে হিট হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button