ফরিদাবাদে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে, IAS অফিসার সবাইকে তাক লাগিয়ে দিলেন! ভাইরাল হতেই নেটিজেনরা যা বললেন

ফরিদাবাদে সিটি প্রেস ক্লাব আয়োজিত দীপাবলি অনুষ্ঠানে দেখা গেল কিছু অন্যরকম চিত্র। সেখানে এক বড় সংগঠনের দল এবং বিরোধী দলের নেতাদের মধ্যে কটূ_ক্তি ছোড়াছুড়ি হচ্ছিল এবং এই উপলক্ষে রাজনৈতিক খেলোয়াড়দের একে অপরকে কটূ_ক্তি করতেও দেখা গেছে। সেইসঙ্গে নিজের সুরেলা কণ্ঠে শমনকে বেধে ফেললেন আই.এ.এস অফিসার সোনাল গোয়েল এবং শুধু তাই নয়, পৃথলার স্বতন্ত্র বিধায়ক এবং হরিয়ানা সরকারের চেয়ারম্যান নয়নপাল রাওয়াত যখন তার নিজস্ব স্টাইলে গানটি গিয়েছিলেন, তখন পুরো হলঘর করতালিতে মুখর হয়ে উঠেছিল।
মিউনিসিপ্যাল কমিশনার যশপাল যাদব তার পরিচিত স্টাইলে মানুষকে শুভ দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রী কৃষ্ণপাল গুর্জর তার বক্তৃতায় শুধু বিরোধীদেরই কটূ_ক্তি করেনি, তাদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে, তিনি অবশ্যই গান গাইতে জানেন না, তবে কিভাবে বাজাতে হয় তা তিনি জানেন। এই বর্ণাঢ্য আয়োজনে দলের প্রতিটি নেতাকর্মী একে অপরকে দীপাবলীর শুভেচ্ছা জানান এবং ঘণ্টার পর ঘণ্টা বসে অনুষ্ঠান উপভোগ করেন।
হরিয়ানার ওয়্যার হাউজ কর্পোরেশনের চেয়ারম্যান এবং স্বতন্ত্র বিধায়ক নয়নপাল রাওয়াত প্রোগ্রামে তার অনন্য শৈলীর চিহ্ন রেখে গেছেন। ‘আনোখি আদা’ ছবিতে প্লেব্যাক গায়ক কিশোর কুমারের গাওয়া ‘হাল ক্যায়া হ্যায় দিল কা না পুছো সানাম’ এই গানটি শুনে মুগ্ধ হয়েছেন। উদ্যোক্তা রাজীব চাওলা ‘কাটি পাতাং’ ছবির ‘ইয়ে জো মহব্বত হ্যায় ক্যায়া হ্যায়’ গানটি গেয়েছিলেন। তৎকালীন আই.এ.এস অফিসার এবং ফরিদাবাদের প্রাক্তন মিউনিসিপ্যাল কমিশনার সোনাল গোয়েল ‘বো কন থি’ সিনেমার ‘লাগ যা গালে, ইয়ে হাসিন রাত হো না হো’ এই গানটি গেয়েছেন।
অনুষ্ঠানে অনেক বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে প্রবীণ কংগ্রেস নেতা লখণ সিংলা, ডেপুটি মেয়র মনমোহন গর্গ, প্রাক্তন বিধায়ক ললিত নগর, পৌর কমিশনার যশপাল যাদব, ফরিদাবাদ ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বি আর ভাটিয়া, হরিয়ানা রেডক্রস সোসাইটির ভাইস চেয়ারম্যান সুষমা গুপ্তা, আই.এম.এ সভাপতি ডক্টর পুনিতা হাসিজা, ডক্টর সুরেশ অরোরা, ডক্টর ললিত হাসিজা, সভাপতি গোপাল শর্মা, সাধারণ সম্পাদক এম.সি মিত্তাল, সম্পাদক মুকেশ আগারওয়াল, এ.এ.পি জেলা সভাপতি ধরমবীর ভাদানা, জে.জে.পি জেলা সভাপতি অরবিন্দ ভরদ্বাজ, কংগ্রেসের রাজ্য মুখপাত্র সুমিত গৌর, যোগেশ ধিংড়া বালজিৎ কৌশিক শিল্পপতি প্রভৃতি।