প্রেমিকার মাকে কিডনি দিয়েছিলেন এই প্রেমিক , অপারেশন হওয়ার পর প্রেমিকা দিলেন এই প্রতিদান

প্রেম ও প্র_তা_র_ণা যেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। ছেলে বা মেয়ে যে কেউই হতে পারে প্র_তা_র_ণা_র শি_কা_র। একবার যে প্র_তা_র_ণা_র শি_কা_র হয়, তার জন্য আবার নতুন করে শুরু করাটা বেশ কঠিন হয়ে পরে।

বলা হয়ে থাকে যে, প্রেমে নিমগ্ন ব্যক্তি সবকিছুই করতে পারে। এর সর্বশেষ উদাহরণ মেক্সিকো থেকে এসেছে। এখানে প্রেমিকার মায়ের জীবন বাঁচাতে নিজের কিডনি দান করেছেন এক প্রেমিক।

বিনিময়ে তার গার্লফ্রেন্ডের কাছ থেকে সে আশা করেছিল আজীবন সমর্থন ও ভালোবাসা, কিন্তু তা হয়নি। মায়ের চিকিৎসার মাত্র একমাস পরেই মেয়েটি অন্য কাউকে বিয়ে করে নেয়।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রেমে প্রতারিত এই ব্যক্তির নাম উজিয়েল মার্টিনেজ। উজিয়েল পেশায় একজন শিক্ষক এবং তার বাড়ি মেক্সিকোয়। টিকটকে তার গল্প শেয়ার করে তিনি তার কষ্ট প্রকাশ করেছেন এবং জানিয়েছেন ভালোবাসায় কখনো বিশ্বাস আর করবেন না তিনি।

এই ভিডিওর মাধ্যমে কিভাবে তিনি তার প্রেমিকার মাকে কিডনি দান করেছেন এবং কীভাবে তিনি প্র_তা_রি_ত হয়েছেন তা নিয়ে বলেছেন। ভিডিওটিতে তাকে বেশ দুঃখিত দেখাচ্ছিলো। এই বিষয়ে আপনার কি মতামত আমাদের জানাতে ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button