নীতা আম্বানীর এই আইফোনের দাম শুনলে চোখ কপালে উঠবে

সোশ্যাল মিডিয়ার যুগে কোনও জিনিস ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। ছবিই হোক বা বিশেষ কোনও তথ্য, মুহূর্তেই তা এক টাইমলাইন থেকে ছড়িয়ে পড়ে অন্য টাইমলাইনে। ক’দিন আগেই একটি খবর বেশ শোরগোল ফেলেছিল নেট দুনিয়ায়।
ভারতের সবচেয়ে ধণী ব্যবসায়ী মুকেশ আম্বানীর স্ত্রী নীতা আম্বানির যে ফোনটি ব্যবহার করেন, তার দাম নাকি ৩১৫ কোটি টাকা। এমনও খবরও প্রকাশ পায়, নীতা অম্বানির ফোনটি হল, ফ্যালকন সুপারনোভা আইফোন
আইনিফোনের ব্যাক কভারে একটি বড় মাপের গোলাপি হিরে বসানো, যার জন্যই ফোনের দাম এমন আকাশছোঁয়া। এখন দেখা যাক, এই খবর কতটা সত্যি।