দেখুন তো আপনি বাংলার টিভি সিরিয়ালের এই জনপ্রিয় ক্ষুদে তারকাকে তার নতুন লুকে চিনতে পারছেন কিনা? কমেন্ট করে জানান

অর্থ নিমজ্জিত শরীরে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন হিয়া দে, যাকে আমরা চিনি পটল কুমার গানওয়ালা হিসাবে। এই সিরিয়ালে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অর্থাৎ পটলের চরিত্রেই অভিনয় করেছিলেন, যা যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। বর্তমানে তিনি ফেলনা সিরিয়ালেও অভিনয় করছেন সেখানেও তার সেটি লিডিং রোল।
তবে সেই ছোট্ট পটল এখন আর ছোট নেই, অনেকটাই যুবতি। সময়ের সাথে সাথে তাই গ্ল্যামারও বেড়েছে তাঁর। বর্ষশেষে উইকেন্ডের ছুটির মজা কাটাতে সাধারণ মানুষের মধ্যেও তিনিও ব্যস্ত। প্রায়ই নিজস্ব সোশ্যাল অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন ছবি পোস্ট করে থাকেন। এমনকি রিল ভিডিও করে থাকেন, এই বয়সেই তাঁর এতটাই ভক্ত সংখ্যা, যা ধারনার বাইরে।
বছর শুরুর প্রথমেই নিজস্ব একাউন্টে কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে দেখা যাচ্ছে জলকেলি করতে।সুইমিং কষ্টম পরিহিত অবস্থায় অর্ধনিমজ্জিত কখনো বা সাঁতার কাটছেন সুইমিংপুলে।বর্ষবরণের ছুটির মেজাজে তিনিও। সম্ভবত এটি কোন রিসোর্টে ছবি, সুইমিং কস্টিউম পড়ে সুইমিং পুলে বোল্ড লুকে মাতিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যে তাঁর সেই ছবি যথেষ্ট ভাইরালও হয়েছে।