দুর্ঘটনায় চলে যায় চোখের দৃষ্টিশক্তি, স্রেফ মনের জোর আর জেদের বশে আজ তিনি যেভাবে ভারতের প্রথম দৃষ্টিহীন IAS অফিসার ।

কথায় বলে মানুষ যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেয়, তখন যতই বাঁধা আসুক হার মানে না। নিজের স্বপ্ন পূরণ করতে সর্বস্ব দিয়ে লড়তে রাজি থাকে অনেকেই। আজ আমরা আপনাদের প্রাঞ্জল পাটিলের কথা বলব। প্রাঞ্জল মাত্র 6 বছর বয়সে একটি অ্যাকসিডেন্টে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন।
চোখে দৃষ্টি না থাকলেও মনে সাহস তার ছিল। 2017 সালে দ্বিতীয় প্রয়াসে ইউপিএসসি পরীক্ষায় পাস করে আইএএস অফিসার হন। প্রাঞ্জল মহারাষ্ট্রের উল্লাসনগরের বাসিন্দা। প্রাঞ্জল ছোটোবেলায় ব্রেল লিপিতে মুম্বাইয়ের দাদর-এ স্থিত শ্রীমতী কমলা মেহতা স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেন।
এখান থেকে দশম শ্রেণী পাস করার পর চন্দাবাঈ কলেজ থেকে আর্টসে দ্বাদশ শ্রেণীতে 85% মার্কস নিয়ে পাস করেন। এরপর মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন। আপনাদের জানিয়ে রাখি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তি হননি প্রাঞ্জল। তিনি বিশেষ সফ্টওয়্যারের সাহায্যে প্রস্তুতি নিয়েছেন। এই সফ্টওয়্যার তার জন্য বই পড়তে পারতো। এই সময় বেশ কিছু মক টেস্টে অংশগ্রহণ করেছিলেন তিনি।
প্রাঞ্জল 2016 সালে ইউপিএসসি পরীক্ষায় 773 তম স্থান পেয়ে পাস করেন। দৃষ্টিশক্তিহীন হওয়ায় রেলওয়ের অ্যাকাউন্টেন্টস্ সার্ভিসের চাকরি পান। কিন্তু তিনি হার মানেননি। 2017 সালে তিনি আবার ইউপিএসসি পরীক্ষায় বসেন এবং 124 তম স্থান পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন। এইভাবে তিনি হয়ে যান ভারতের প্রথম নেত্রহীন আইএএস অফিসার।