জ্যাকলিন এই টিভি তারকাদের বিয়েতে যে কারণে বিশেষ দামি গিফট দিলেন, বিস্তারিত দেখলে আপনি চমকে যাবেন

বিয়ের মরশুমে বলিউডের অনেক তারকারাই সাত পাকে বাঁধা পড়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন ক্যাটরিনা ক্যাফ, ভিকি কৌশল ও মোহিত রেনা। সম্প্রতি গার্লফ্রেন্ড অদিতিকে বিয়ে করেছেন মোহিত রেনা। তাদের বিয়েতে অনেক বড় বড় তারকারাই শুভেচ্ছা জানিয়েছেন। আজ আমরা আপনাদের জানাবো কোন্ তারকা উপহার হিসেবে কী দিয়েছেন তাদের, আসুন জেনে নিই-
সিদ্ধার্থ নিগাম- টিভি ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত মুখ সিদ্ধার্থ নিগাম। বর্তমানে টিভির পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতেও তাকে দেখা যাচ্ছে। সিদ্ধার্থ মোহিতকে তিন লাখ কুড়ি হাজার টাকার একটি প্লাটিনাম চেন দিয়েছেন।
মৌনি রায়- মৌনি রায় নিজের অভিনয় ক্যারিয়ার ছোটপর্দা থেকে শুরু করেছিলেন। বর্তমানে তাকে বেশ কিছু সিনেমাতেও দেখা গিয়েছে। একসময় মৌনি রায় ও মোহিতের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আজ তারা ভালো বন্ধু। মৌনি মোহিত ও অদিতি-কে সোনার আংটি দিয়েছেন। যার দাম 3 লাখ টাকা।
সানি কৌশল- সানি কৌশল ভিকি কৌশল এর ছোট ভাই। সম্প্রতি বলিউডে ডেবিউ করেছেন তিনি। মোহিত রেনা ও অদিতিকে তাদের বিয়ে উপলক্ষে লন্ডনের ট্রিপ গিফট করেছেন সানি।
জ্যাকলিন ফার্নান্ডেজ- মোহিত ও অদিতির বিয়ে উপলক্ষে বলিউডের বিখ্যাত তারকা জ্যাকলিন তাদের অডি q8 দিয়েছেন। যার দাম এক কোটি টাকা।
সোনারিকা ভাদরিয়া- সোনারিকা মোহিত ও অদিতিকে রোলেক্স কোম্পানির ঘড়ি গিফট করেছেন। যার দাম 6 লাখ 80 হাজার।
সৌরভ জৈন- সৌরভ মোহিত ও অদিতিকে সোনার কাপল ব্রেসলেট গিফ্ট করেছেন। যার দাম 5 লাখ 20 হাজার টাকা।
রুবিনা দিলাইক- টিভি ইন্ডাস্ট্রির বিখ্যাত নায়িকা রুবিনা। মোহিতকে দু’লাখ টাকার পেন্ডেন্ট গিফট করেছেন রুবিনা।