গবাদি পশুর দুধ বিক্রি করে মাসে 6 লক্ষ টাকা আয় করেন এই 11 বছরের তরুণী , জানেন কে এই তরুণী?

অসম্ভবকে সম্ভব করেছেন আবারও এক নারী, পুরুষদের মুখের উপর কড়া জবাব দিয়েছেন তিনি। আজও আমরা সমাজে প্রায়শই শুনে থাকি নারী মানেই দুর্বল, নারী মানেই সে সব কাজ চাইলেই করতে পারে না, এ সমাজ গন্ডি টেনে রেখেছে মেয়েদের ওপর, কিন্তু সব বাধা পেড়িয়েও পুরুষের সাথে সমানে পায়ে পা ফেলে এগিয়ে চলেছে মেয়েরা।

মেয়েরা এখন কোন কাজেই পিছিয়ে নেই, ঠিক যেমন পিছিয়ে নেই শ্রদ্ধা ধাওয়ানও, মাত্র ২১ বছর বয়সী মেয়েটি বর্তমানে লক্ষ লক্ষ টাকা আয় করছেন এবং নিজের পরিবারকে সাহায্য করছেন। মহারাষ্ট্রের আহমেদ নগর থেকে ৬০ কিলোমিটার দূরে নিঘোজ নামের একটি গ্রামে শ্রদ্ধা ও তার পরিবার বসবাস করেন।

শ্রদ্ধা আর পাঁচজন মেয়েদের মত নয়, পরিবারের নাম উজ্জ্বল করেছেন। তিনি দুধের ব্যবসা করেন, যা এখনো পর্যন্ত পুরুষরাই করে এসেছেন। তবে শ্রদ্ধা প্রথম এমন মেয়ে যিনি এই ব্যবসায় উন্নতিও লাভ করেছেন। শ্রদ্ধা গত ১০ বছর ধরে দুধের ফার্মিং পরিচালনা করেন, এমনকি শুনলে অবাক হতে হয় মহিষের দুধ তিনি নিজেই বের করেন এবং হোম ডেলিভারিও করেন। সমস্ত কাজটাই তিনি নিজে করে থাকেন , অনেক ছোট বয়স থেকেই এসব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।

প্রথমে যখন এই ব্যবসা শুরু করেন তাদের তখন একটি মহিষ ছিল, তারপরে কঠোর পরিশ্রম করে তিনি চারটে মহিষ কেনেন। সমস্ত কিছুই তিনি নিজে একা হাতে করেন, আজ প্রায় চল্লিশটিরও বেশি খামার চালান। মাসিক লক্ষাধিক টাকা আয় করেন, তবে এই ব্যবসার ফলে তার পড়াশোনার ক্ষতি অনেকটাই হয়েছে। যার ফলে তাকে তার বান্ধবীদের থেকে অনেক কটু কথাও শুনতে হয়েছে, কিন্তু কোনো কিছুতেই তিনি থামেননি। বর্তমানে তিনি দুধের ব্যবসার পাশাপাশি চাষবাস করছেন, এই মেয়ে আমাদের কাছে যথেষ্ট গর্বের কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button