গদর-2 এর শুটিং এর শুরুতেই বিবাদ, রইলো বিস্তারিত

“গদর-2” সিনেমার শুটিংয়ের জন্য সানি দেওল ও আমিশা পাটেল সহ অনেকে হিমাচল প্রদেশের একটি গ্রামে যান। কিন্তু শুটিং শেষ হওয়ার পর থেকে শুরু হয়েছে বিবাদ। হিমাচল প্রদেশের কাঙ্গড়া জেলার পালমপুরের ভলেড গ্রামে সম্প্রতি “গদর-2” এর শুটিং হয়। কিন্তু বর্তমানে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিবাদ শুরু হয়েছে। 18 দিন ফিল্মের শুটিং চলে।
এই বিবাদের কারণে এই গ্রামের চা-বাগান পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছে। এই শুটিংটি যার বাড়িতে হয় তিনি বলেন একটি হলের ব্যবহার ও তিনটি ক্যামেরার জন্য প্রতিদিন 11 হাজার টাকা ভাড়ার কথা হয়েছিল। কিন্তু শুটিংয়ে তার পুরো বাড়ি ব্যবহার করা হয়েছে, এমনকি তার দাদার বাড়িও ব্যবহার করা হয়েছে।
বাড়ির মালিক ও তার ছেলে আরও বলেন যখন ভাড়া নিয়ে তারা কথা বলতে চেয়েছেন প্রতিবারই প্রোডাকশন থেকে ইগনোর করা হয়েছে। এমনকি যখনই কোনো মিটিং ফিক্সড করা হত পরে আর সেই মিটিং হতো না। এছাড়াও প্রোডাকশন টিম থেকে তাদের অপমান করা হয়েছে ও ভয় দেখানো হয়েছে।
ফিল্ম প্রোডাকশন থেকে প্রায় 56 লাখ টাকা দেওয়ার কথা হয়ে থাকলেও তারা কোনো টাকা দিতেই চাইছে না। এই কারণে তারা ফিল্মের প্রোডাকশন টিমকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের বাড়িতে শুটিং হওয়া কোনো সিন যেন ফিল্মে দেখানো না হয়। এই পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।