কোনো আলিশান বাংলো বাড়ি কেউ হার মানাবে নীতা আম্বানির 230 কোটির প্রাইভেট জেট, রইলো বিস্তারিত

এশিয়ার পাওয়ারফুল বিজনেসওম্যান এর কথা হলে নীতা আম্বানির নাম তো অবশ্যই আসবে। নীতা আম্বানি নিজের সৌন্দর্য ও অ্যাটিটিউড এর জন্য সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত। তার এক লাখের বেশি ফলোয়ার্সও আছে। 57 বছর বয়সী নীতা আম্বানির কাছে অনেক দামী জিনিস আছে। এর মধ্যে অন্যতম হল তার প্রাইভেট জেট। 8 কোটি টাকার বীএমডাব্লু চড়ে ঘুরে বেড়ানো নীতা আম্বানিকে তার জন্মদিনে মুকেশ আম্বানি এই প্রাইভেট জেটটি উপহার দেন।

নীতা আম্বানির এই প্রাইভেট জেট ভেতর থেকে কোনো ফাইভ স্টার হোটেলের থেকে কম নয়। এই কাস্টম ফিটেড এয়ারবেস-319 এর দাম 230 কোটি টাকা। এই জেটে 10 থেকে 12 জন আরামে বসতে পারে। এই কাস্টমাইজ জেটে মুকেশ আম্বানি স্ত্রীয়ের জন্য সব সুখ-সুবিধার ব্যবস্থা রেখেছেন। নীতা একজন বিজনেসওম্যান তাই তার জন্য একটি মিটিং রুমেরও ব্যবস্থা রেখেছেন।

এই জেটে ডাইনিং হল আছে। এমনকি স্কাই বারও আছে। মনোরঞ্জনের জন্য এখানে গেমিং আছে। এছাড়াও মিউজিক প্লেয়ার, স্যাটেলাইট টেলিভিশন, ওয়ারলেস কমিউনিকেশন প্রভৃতি আছে। আরামের জন্য মাস্টার বেডরুম ও এটাচ্ড বাথরুম আছে। এখানে নীতা আম্বানির সমস্ত সুখ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button