কি এমন জিনিস ছেলেরা ক্লান্ত হলেও মেয়েরা বলে আরো করব। জানেন কি?

আমরা প্রতিদিনের জীবনে নানান জটিল প্রশ্নের সম্মুখিন হই। কখনো আমরা কোনো কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি আবার কখনো কখনো তা পারি না । কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমাদের ইচ্ছে বা আগ্রহটাই আসল। কারন সেই প্রশ্ন থেকেই আপনার জ্ঞানের বৃদ্ধি হয়। আর ধীরে ধীরে আপনি জ্ঞানের দিকে এগিয়ে যান। কারন এমন কোন লোক নেই যে সব জানে। কখনো কখনো এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর প্রায় সকলেরই অজানা। চাকুরি ,পড়াশুনা জন্যে বই পড়া বাদে পৃথিবীতে এমন কিছু আছে যা আমরা সহজে জানতে পারি না ।

কিন্তু বই-এ যেজ্ঞান টুকু দেওয়া আছে তাঁর মধ্যে আমরা সীমা বদ্ধ থাকি। কিন্তু বই-এর জ্ঞানের মধ্যে আটকে থাকলে চলবে না। নিজের জ্ঞানকে সব সময় এগিয়ে নিয়ে যেতে হবে। সেই রকমই কিছু প্রশ্ন যার উত্তর আপনারা হয়তো জানেন না। আসুন সেই প্রশ্ন আর তাঁর উত্তর গুলি আমরা জেনে নিই-

প্রশ্ন- মেয়েদের কি এমন রুপ যা সবাই দেখে কিন্তু তাঁর স্বামী দেখতে পায় না ?

উত্তর- বিধবা রুপ 

প্রশ্ন- এমন কি জিনিস যা খাওয়া জন্যে কেনা হয় কিন্তু খাওয়া হয় না ?

উত্তর – প্লেট ।

প্রশ্ন- দুটি ঘরে আগুন লেগে ছিল একটা গরিবের ঘর আর একটি বড় লোকের ঘর তাহলে পুলিস কার বাড়ীর আগুন নেভাবে ?

উত্তর- পুলিশ কবের থেকে আগুন নেভাতে শুরু করল ।

প্রশ্ন -কি এমন জিনিস যা ছেলেরা ২০-২৫ মিনিটে ক্লান্ত হয়ে যায় কিন্তু মেয়েরা ক্লান্ত হয় না বলে আবার করব আবার করব ?

উত্তর- কেনাকাটা ।

আজ আমরা বেশ কিছু অজানা প্রশ্নের উত্তর জানালাম। যার মধ্যে কিছু উত্তর হয়ত আপনাদের জানা। কিন্তু আমরা বার বার এরকম অনেক জিনিস নিয়ে আসব আপনাদের কাছে, এগুলি নিজে জানুন আর অন্য দের শেয়ার করে জানার সু্যোগ দিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button