এবার মহালায়ার পুণ্য লগ্নে শুভশ্রী, কোয়েল বদলে রানীরাসমনির দিতিপ্রিয়াকে দেখা যাবে মহামায়া রূপে, ছোট্ট ভিডিও ক্লিপ প্রকাশিত হল

রানী রাসমণিতে অসাধারণ অভিনয় করে ইতিহাস গড়ে ফেলেছেন দিতিপ্রিয়া রায়। মাত্র ছয় মাসের জন্য অভিনয় করতে এসেছিলেন তিনি কিন্তু টানা তিন বছর অভিনয় করলেন মুখ্য চরিত্রে। নিঃসন্দেহে এটি খুবই বড় সাফল্য। রানী রাসমণির মহা প্রয়ানের সাথে সাথেই হয়ে গেছে দিতিপ্রিয়ারও ছুটি। তাই এবার পুরনো ছন্দে ফিরে এসেছেন তিনি। সম্প্রতি তাকে দেখা যাচ্ছে ডান্স বাংলা ডান্স নামক রিয়্যালিটি শোতে সঞ্চালকের ভূমিকায়।
এবার কলকাতা ছেড়ে মুম্বাই পাড়ি দিলেন দিতিপ্রিয়া রায়। তবে বিজ্ঞাপন নয়, আস্ত একটি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। কিছুদিনের মধ্যেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে এই ছবিটি যেখানে দিতিপ্রিয়ার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ এই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি “পাতাললোক” ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয় করেছিলেন।
সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে সাক্ষাত্কার দিতে গিয়ে দিতিপ্রিয়া জানিয়েছেন, একটি ছবির শুটিংয়ের জন্য আমি মুম্বাইতে এসেছি। ছবির পরিচালক বৃন্দা মিশ্র। তবে ছবি নিয়ে এখনই কোন কিছু বলতে পারব না। আমার সাথে অভিনয় করবেন অভিষেক, যিনি খুব পছন্দের একজন অভিনেতা আমার। শুটিং শেষ করে কলকাতায় ফিরব ১৮ সেপ্টেম্বর।
তাহলে কি আগামী দিনে মুম্বাইতে পাকাপাকিভাবে মাটি শক্ত করতে চান দিতিপ্রিয়া? তাহলে কি বাংলার মানুষ আর দেখতে পাবে না দিতিপ্রিয়া কে? উত্তরে অভিনেত্রী বলেন, তেমন কোন প্ল্যান নেই। কলকাতায় ফিরেই আবার বাংলা সিনেমায় অভিনয় শুরু করব। তবে মুম্বাইয়ের সুন্দর আবহাওয়া এবং বর্ষা আমার খুব ভালো লেগেছে। ওখানকার মানুষও খুব ভালো।
প্রসঙ্গত, মুম্বাই থেকে ফিরে এসেই তিনি যোগ দেবেন স্টার জলসার মহালায়া অনুষ্ঠানে দেবী দুর্গার চরিত্রে অভিনয় করার জন্য। এর আগে যদিও জি বাংলায় তিনি দেবী দুর্গার চরিত্রে অভিনয় করেছেন কিন্তু স্টার জলসায় অভিনয় করার সুযোগ এই প্রথম।