এই সুন্দরী অভিনেত্রীরা যখন মদ্যপান করে মাতাল হয়েছিলেন

বলিউডের অভিনেত্রীরা নিজেদের অভিনয়ের পাশাপাশি স্টাইল ও সৌন্দর্যের জন্যেও বিখ্যাত। কিন্তু আজ আমরা আপনাদের এমন কিছু অভিনেত্রীদের কথা বলব যারা ম’দের নে’শায় মত্ত অবস্থায় মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েছেন।
1। সোনাম কাপুর- অনিল কাপুরের বড়ো মেয়ে সোনাম কাপুর 2007 সালে “সাবাড়িয়া” ফিল্ম থেকে বলিউড ডেবিউ করেন। সোনাম কাপুরের একটি ছবি একবার ভাইরাল হয় যেখানে তাকে ম’দের গ্লাস হাতে পার্টি করতে দেখা যায়।
2। আমিশা পাটেল- বলিউডের বিখ্যাত অভিনেত্রী আমিশা পাটেল 45 বছর বয়সেও সিঙ্গেল। যদিও কেরিয়ারের প্রথম থেকেই অনেক ডাইরেক্টর ও হিরোর সাথে নাম জড়িয়েছিল তার। এহেন অভিনেত্রী আমিশা পাটেলের একটি ছবি লি’ক হয়েছিল যেখানে তাকে ম’দ খেতে দেখা যাচ্ছিল।
3। মনীষা কৈরালা- হিন্দি সিনেমার দিগ্গজ অভিনেত্রী মনীষা কৈরালাকে বহুবার ম’দের নে’শায় টলতে দেখা গেছে।
4। দিব্যা ভারতী- মাত্র 19 বছর বয়সে মা’রা যান দিব্যা ভারতী। তার অল্প সময়ের কেরিয়ারে বেশ হিট ফিল্ম দিয়েছেন তিনি। জানা যায় ম’দের নেশায় 5 তলা থেকে পড়ে গিয়ে তার মৃ’ত্যু হয়েছিল। ম’দের পাশাপাশি সি’গা’রে’টের নে’শাও ছিল তার।
5। রাখি গুলজার- একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাখি আজ বেনামী জীবন কাটাচ্ছেন। লিড রোলের পাশাপাশি সহায়ক রোলেও দর্শকদের মন জিতে নিয়েছিলেন তিনি। রাখি নিজের স্বামীর থেকে আলাদা হওয়ার পর ম’দের নে’শায় মত্ত থাকতেন বলে জানা যায়।
6। সুস্মিতা সেন- মিস ইউনিভার্সের খেতাব অর্জন করা সুস্মিতা সেন ম’দ খান বলে বেশকিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়।
7। মীনা কুমারী- সত্তরের দশকের বিখ্যাত অভিনেত্রী মীনা কুমারী ম’দের নে’শা’য় মত্ত থাকতেন। এই ম’দের কারণেই তার 1972 সালে মৃ’ত্যু হয়।