আহত পাখিদের জন্য অভিনেত্রী শিল্পা শেট্টির মেয়ে গায়ত্রী মন্ত্র জপ করলো! ভিডিও দেখে প্রসংশায় নেটিজনেরা

বলিউডের “ফিট গার্ল” নামে প্রসিদ্ধ শিল্পা শেট্টি প্রায়শই চর্চায় থাকেন। কখনও নিজের পারসোনাল লাইফ নিয়ে, আবার কখনও নিজের ছবির জন্য। সোশ্যাল মিডিয়াতে শিল্পা শেট্টি বেশ একটিভ থাকেন। তিনি নিজের পরিবারের ছবিও পোস্ট করেন। সম্প্রতি তার মেয়ের একটি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে শিল্পা শেট্টির মেয়ে সমিশা একটি অসুস্থ কাকের জন্য প্রার্থনা করছে। আসলে শিল্পা শেট্টি একটি অসুস্থ কাককে পড়ে থাকতে দেখে মেয়ে সমিশা-কে ডাকেন এবং কাকটির জন্য প্রার্থনা করতে বলেন। ছোট্ট সমিশা মায়ের কথা শোনা মাত্রই হাত জোর করে প্রার্থনা করতে থাকে।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ পছন্দ করা হচ্ছে। ফ্যানদের পাশাপাশি সেলেবরাও এই ভিডিওতে নিজেদের মতামত জানাচ্ছেন। ভিডিওতে দেখা যাচ্ছে সমিশা তার মাকে পাখিটি ঠিক আছে নাকি জিজ্ঞেস করে। মা তাকে আশ্বস্ত করলে সে বসে পড়ে। এরপর হাত জোর করে গায়ত্রী মন্ত্র জপ করে সমিশা।
এই ভিডিও দেখার পর বলিউডের অভিনেত্রী বিপাশা বসু হার্ট ইমোজি কমেন্ট করেছেন। এছাড়াও ঋত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজেন খান সমিশা ও শিল্পার প্রশংসা করেছেন। এছাড়া নেট-নাগরিকেরা শিল্পার আপব্রিংগিং এর প্রশংসা করেছেন। 12 লাখের বেশি বার এই ভিডিওটি দেখা হয়েছে।
জানিয়ে রাখি 2020 সালের ফেব্রুয়ারিতে সমিশা জন্মায়। শিল্পা শেট্টি ও তার স্বামী রাজ কুন্দ্রা সেরোগেসি-র মাধ্যমে সমিশা-কে পৃথিবীতে এনেছিলেন। এই খবর শিল্পা শেট্টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানিয়েছিলেন।