আল্লু অর্জুন ব্যাবহার করেন সবচেয়ে দামী এই জিনিসটি

ভ্যানিটি ভ্যান এর কথা তো আপনারা বহুবার শুনেছেন হয়তো। বিশেষ করে নিজেদের প্রিয় সুপারস্টার এর কাছ থেকে। ভ্যানিটি ভ্যান বড় বড় তারকাদের কাছে থাকে। এই গাড়িতে সব রকমের সুখ-সুবিধা বর্তমান। সবথেকে লাক্সুরিয়াস ভ্যানিটি ভ্যান হলো “eleMMent Plazzo”। এই ভ্যানিটি ভ্যানের দাম 18 কোটি টাকা।

আজ আমরা আপনাদের কিছু তারকার ভ্যানিটি ভ্যান এর ব্যাপারে বলব-
1. আল্লু আর্যুন- সাউথের সুপারস্টার আল্লু আর্যুন। বলিউডের কোনো তারকার থেকে কম নন ও একশনে বলিউডের যেকোনো বড় বড় হিরোদের মাত দেওয়ার জন্য যথেষ্ট। তার ভ্যানিটি ভ্যান এর দাম 7 কোটি টাকা। বর্তমানে তার কাছেই সবথেকে দামি ভ্যানিটি ভ্যান রয়েছে।

2. সঞ্জয় দত্ত- সঞ্জয় দত্তের নামও এই লিস্টে শামিল আছে। তার কাছে 3.15 কোটি টাকা ভ্যানিটি ভ্যান রয়েছে। এই ভ্যানটির নাম- “Van AXL”। ঐই ভ্যানটি ডিজাইন করেছিলেন রোজ বোস। এই ভ্যানটি “এয়ারফোর্স ওয়ান” থেকে প্রেরণা নিয়ে তৈরি হয়েছে।

3. শাহরুখ খান- কিং খানের ভ্যানিটি ভ্যানের নাম “VOLVO BR9″। 5 কোটি টাকার এই ভ্যানটি তৈরি করেছিলেন দিলীপ ছাবড়িয়া।

4. ঋত্বিক রোশন- ঋত্বিক রোশনের “Mercedes V-class” ভ্যানিটি ভ্যানের দাম 3 কোটি টাকা।

5. সালমান খান- সালমান খানের ভ্যানিটি ভ্যানের দাম 4 কোটি টাকা। এই ভ্যানটি দিলীপ ছাবড়িয়া দ্বারা ডিজাইন করা।

6. রিতেশ দেশমুখ- বলিউড অভিনেতা রিতেশ দেশমুখের ভ্যানিটি ভ্যানের দাম 2.5 কোটি টাকা। তার এই ভ্যানটিতে বাচ্চাদের জন্য গেম রুমও আছে।

7. অক্ষয়কুমার- বলিউডের খিলাড়ি অক্ষয়কুমারের ভ্যানিটি ভ্যানের দাম 2.9 কোটি টাকা। এটি প্রায় 14 মিটার লম্বা।

8. রণবীর কাপুর- রণবীর কাপুরের ভ্যানিটি ভ্যানের দাম প্রায় 2.6 কোটি টাকা।

9. অজয় দেবগন- অজয় দেবগনের ভ্যানিটি ভ্যানের দাম 3 কোটি টাকা।

10. দীপিকা পাড়ুকোন- দীপিকা পাড়ুকোনের ভ্যানিটি ভ্যানের দাম 3 কোটি টাকা। এটি 3 ভাগে তৈরি- প্রাইভেট জোন, সিটিং এরিয়া, স্টাফ এরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button