আমফানে হারিয়ে যাওয়া মা-মেয়ের গল্প নিয়ে নতুন ধারাবাহিক, ট্রেলারেই ভিডিও ভারালেই বাজিমাত

আরো এক রোমাঞ্চকর গল্প আপামর বাঙালির জীবনে জায়গা করে নিতে আসছে সদ্য তার প্রমো মুক্তি পেয়েছে স্টার জলসা চ্যানেলে। সিরিয়ালের নাম “আলতা ফড়িং” ইতিমধ্যেই যথেষ্ট ভাইরাল হয়েছে প্রোমোটি।তবে সিরিয়ালটির ঘটনা শুনলে আরো অবাক হতে হয়, কারণ আমরা প্রত্যেকেই এই নামটার সাথে যথেষ্ট পরিচিত এবং শুধু পরিচিত বললে ভুল হবে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ।

সেই আম্ফান ঝড়, যার জেরে লণ্ডভণ্ড হয়ে গেছিল আমাদের জনজীবন। এবার এই আমফানে হারিয়ে যাওয়া মা-মেয়ের গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন ধারাবাহিকটি, যাতে অভিনয় করছেন শ্রীময়ী ধারাবাহিক খ্যাত অভিনেতা অর্নব বন্দ্যোপাধ্যায় এবং সিরিয়াল মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী শাঁওলি চট্টোপাধ্যায়কে।

যে প্রোমোটি ইতিমধ্যেই দর্শকদেরও নজর কেড়েছেন তা হল ফড়িং। সে জীবনে বড় জিমন্যাস্ট হতে চায়, তার জীবনের একমাত্র অবলম্বন তাঁর মা, যিনি ইটভাটায় কাজ করেন। সেখানেই মাঝেমধ্যে জিমনাস্টিক দেখিয়ে বেড়ায় সে। পরে আম্ফান ঝড়ের কারণে লন্ডভন্ড হয়ে যায় এই মা-মেয়ের জীবন এবং জলে ভেসে দুজনে দুজনের থেকে আলাদা হয়ে যায় এবং অভিনেতা অর্ণব মুখোপাধ্যায় সেই মৃতপ্রায় ফড়িংকে জল থেকে তুলে নিয়ে গিয়ে কিভাবে বাঁচায় সেটিও একটি দেখার বিষয়।

অন্যদিকে গল্পের মোড়কে কিভাবে আবার ফড়িং ও তাঁর মা একে অপরকে খুঁজে পায় তার ওপরে গড়ে উঠেছে এই কাহিনী। তবে ইতিমধ্যেই প্রোমো দেখে অনেকেই যা মনে করছেন তা হল, সেই গতানুগতিক ছকবাঁধা বাংলা ধারাবাহিকই হতে চলেছে এবং কোন ধারাবাহিকের পরিবর্তে এই ধারাবাহিকটি সম্প্রসারিত হতে চলেছে সেটিও সম্পর্কেও এখনো সঠিক কিছু জানা যায়নি। এখনো পর্যন্ত অভিনেতা অর্ণব মুখোপাধ্যায়ের চরিত্রের নামও আমরা জানতে পারিনি। তাই সবকিছুই জানতে চোখ রাখতেই হবে স্টার জলসার পর্দায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button