১০০০ কোটি টাকা ব্যয়ের নাতির জন্মদিন করছেন দাদু মুকেশ আম্বানি, জন্মদিনে কি কি আয়োজন হচ্ছে? রাঁধুনি কোথা থেকে আসছে? রইল তার বিস্তারিত

রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এবং ম্যানেজার ডিরেকটর হলেন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি ভারতীয় ধনকুবেরদের মধ্যে অন্যতম। সম্প্রতি নাতি আকাশ আম্বানির এক বছর বর্ষপূর্তি উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিলেন মুকেশ আম্বানি। নাতির প্রথম জন্মদিন উদযাপন করার জন্য চোখ ধাঁধানো একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করেছেন মুকেশ আম্বানি এবং নিতু আম্বানি।এই পার্টির জন্য যোগাযোগ করা হয়েছে বড় বড় কর্পোরেট টাইকুনদের সাথে।
আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন আলিয়া ভাট, রানবির কাপুর, দীপিকা পাডুকোন, রণবীর সিং, অমিতাভ বচ্চন শচীন টেন্ডুলকারের মতো বড়-বড় ব্যক্তিত্বরা। নাতির জন্মদিন যে এলাহী হিসেবে পালন করা হবে তা বলাই বাহুল্য।যদিও সমস্ত অনুষ্ঠান পালন করা হবে করোনা সুরক্ষা প্রটোকল মেনে। সমস্ত অতিথিদের ডবল টিকা নিতে হবে অনুষ্ঠানে প্রবেশ করার জন্য। মুম্বাইয়ের বাইরে থেকে আসা অতিথিদের আগে থেকে কবিড পরীক্ষার রিপোর্ট শেয়ার করার জন্য অনুরোধ করা হয়েছে। বাবলস পার্টির আয়োজন করা হবে এই অনুষ্ঠানের জন্য যেখানে অন্যান্য ছোট ছোট শিশুরা খেলার সরঞ্জাম নিয়ে খেলা করতে পারবে।
শিশুদের খেলনা গুলি আনা হয়েছে নেদারল্যান্ড থেকে এবং ইতালি এবং থাইল্যান্ডের আন্তর্জাতিক রাঁধুনিদের একটি দল এই অনুষ্ঠানের খাবার প্রস্তুত করার দায়িত্বে রয়েছেন। শুধু তাই নয়, জামনগরের বেশ কয়েকটি অনাথ আশ্রমে জন্মদিন উপলক্ষে উপহার এবং খেলনা পাঠানো হবে। এছাড়াও আম্বানি ফার্ম হাউজের আশেপাশে বসবাসকারী সমস্ত গ্রামবাসীদের সেইদিন খাবার বিতরণ করা হবে।প্রসঙ্গত গতবছর আকাশ আম্বানি এবং শুক্লা আম্বানি জন্মদান একমাত্র পুত্রের। এবার নাতির জন্মদিনে গ্র্যান্ড সেলিব্রেশন করার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন মুকেশ আম্বানি এবং সম্পূর্ন পরিবার।